ক্ষীরোদ ভট্টাচার্য: এসএসকেএমে দুর্ঘটনা। কার্ডিওলজি বিল্ডিংয়ের তিন তলা থেকে জানলার কাচ ভেঙে পড়ে রক্তারক্তি কাণ্ড। মাথা ফাটল রোগীর আত্মীয়ের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য হাসপাতাল চত্বরে।
প্রতিদিন বহুদিন মানুষের ভিড় হয় এসএসকেএম-এ। দূর-দূরান্তের অনেক রোগী প্রতিদিন আসেন চিকিৎসার জন্য। কেউ আবার আসেন রোগীর সঙ্গে। অন্যান্যদিনের মতোই শুক্রবার সকালেও এসএসকেএমে বহু মানুষের ভিড় ছিল। দুপুরের দিকে আচমকা ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, কার্ডিওলজি বিল্ডিংয়ের তিনতলার জানলার কাচ ভেঙে পড়ে এক রোগীর আত্মীয়ের মাথায়।
[আরও পড়ুন: ছদ্মবেশে হানা দিয়েই কেল্লাফতে! জাল সার্টিফিকেট চক্রের ২ চাঁইকে হাতেনাতে ধরলেন BDO]
কাচ পড়তেই মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। তড়িঘড়ি ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় ট্রমা কেয়ার সেন্টারে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। এই ঘটনায় স্বাভাবিকভাবেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এ বিষয়ে এখনও কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।