সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্রি মোবাইল ইন্টারনেট ডেটার পর এবার দুর্দান্ত ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে হাজির হবে রিলায়েন্স জিও৷ জানা গিয়েছে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করতে ব্যবস্থা গ্রহণ করছে মুকেশ আম্বানির সংস্থা৷ মোবাইল ডেটার মতো ব্রডব্যান্ডেও দুর্দান্ত ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে৷
সূত্রের খবর, মুম্বইয়ের বেশ কিছু অঞ্চলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে রিলায়েন্স জিও’র ব্রডব্যান্ড পরিষেবা৷ জিও ফাইবার সার্ভিসের ভিত্তিতে ১০০ এমবিপিএস ইন্টারনেট ডেটা তিন মাসের জন্য বিনামূল্যে দেওয়া হবে বলেও জানা গিয়েছে৷
4G ইন্টারনেট পরিষেবা দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার পাশাপাশি ব্রডব্যান্ড পরিষেবাকে আরও উন্নত করার চেষ্টা করছে রিলায়েন্স৷ ইন্টারনেট পরিষেবাকে উন্নততর করে তুলতে ইতিমধ্যেই দেশ-বিদেশের ডিজিটাল সংস্থার সঙ্গে যোগসূত্র স্থাপন করছে রিলায়েন্স৷ চলতি বছরে দেশের বিভিন্ন অঞ্চলে এক মিলিয়ন ওয়াই-ফাই হটস্পট পৌঁছে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে সংস্থার তরফে৷