shono
Advertisement
Astrology Tips

শনিবার এই জিনিসগুলি ভুলেও কিনবেন না, শনিদেবের কুনজরে হতে পারে সর্বনাশ!

শনিবার বেশ কয়েকটি নিয়ম মানা প্রয়োজন।
Published By: Sayani SenPosted: 03:56 PM Dec 12, 2025Updated: 03:56 PM Dec 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতিবাচকতার কালো ছায়া কেটে আলোয় ভরুক সংসার। তা চান প্রায় সকলেই। সে কারণে প্রতি শনিবার অনেকেই শনিদেবের আরাধনা করেন। তবে শুধু আরাধনা করলেই হবে না। শনিবার বেশ কয়েকটি নিয়ম মানা প্রয়োজন। বিশেষত কেনাকাটির ক্ষেত্রে। জেনে নিন ঠিক কোন কোন জিনিস কিনে বাড়িতে আনলে সমস্যা হতে পারে।

Advertisement

কালো জুতো ভুল করেও শনিবার বাড়িতে আনবেন না। তাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে সংসারে। জীবনের এগোতে গিয়ে নানা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন আপনি। চলার পথে পদে পদে বাধা যাতে না আসে, তাই সাবধান হোন।

শনিবার ভুল করেও ছুরি, কাঁচির মতো ধারালো সামগ্রী ভুলেও কিনবেন না। তার ফলে সংসারে অশান্তি হতে পারে। পরিবারের লোকজনের দ্বন্দ্ব হতে পারে। ঘনিষ্ঠ কেউ দুর্ঘটনার শিকারও হতে পারেন।

কালো পোশাক পছন্দ করেন অনেকেই। তা সে মহিলা হোন কিংবা পুরুষ। যতই পছন্দ করুন না কেন, শনিবার ভুল করেও কালো পোশাক কিনবেন না। কারণ, তা অকারণে দুঃখকে ডেকে আনার মতো।

শনিবার নুন কেনা মোটেও উচিত নয়। তাতে সংসারে অশান্তি হতে পারে। আর্থিক সমস্যাও দেখা দিতে পারে।

পরিবারের সুখসমৃদ্ধি চাইলে ভুলেও শনিবার ঝাঁটা কিনবেন না। তাতে লক্ষ্মীকে নাকি অপমান করা হয়। তাই ভোগান্তির সম্ভাবনা প্রায় একশো শতাংশ।

সরষের তেল ছাড়া গৃহস্থ বাড়ি চলতে পারে না। তবে ভুলেও শনিবার সরষের তেল কিনবেন না। কাউকে দেওয়াও উচিত নয়। তাতে পরিবারের লোকজন অসুস্থ হয়ে পড়তে পারেন।

শনিবার ভুল করেও কালো কালি কিনবেন না। কিংবা কোনও চুক্তিপত্রে স্বাক্ষরেও কালো কালি ব্যবহার করবেন না। তাতে আপনার জীবনের সফলতায় বাধা আসতে পারে। ব্যর্থতাই হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতি শনিবার অনেকেই শনিদেবের আরাধনা করেন। তবে শুধু আরাধনা করলেই হবে না।
  • শনিবার বেশ কয়েকটি নিয়ম মানা প্রয়োজন। বিশেষত কেনাকাটির ক্ষেত্রে।
  • ব্যর্থতাই হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গী।
Advertisement