shono
Advertisement
Pradosh Vrat 2025

বছরের শেষ প্রদোষ ব্রত কবে? শিবকে সন্তুষ্ট করতে এই নিয়ম মেনে করুন পুজো

বুদ্ধি, বাকশক্তি ও ব্যবসায়ে সাফল্যের জন্য এই ব্রত অত্যন্ত শুভ।
Published By: Buddhadeb HalderPosted: 06:27 PM Dec 09, 2025Updated: 06:27 PM Dec 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেশ্বরকে দেবতাদের দেবতা হিসেবে মান্য করা হয়। তাই তো তিনি দেবাদিদেব মহাদেব। তাঁর উপাসনা নিয়ম মেনে নিষ্ঠা ভরে করলে নিশ্চিত ফল প্রাপ্তি ঘটে। আর তাই তো ভক্তের দল অপেক্ষা করে থাকেন শুভ মুহূর্তের। প্রদোষ ব্রত শিব আরাধনার জন্য এক বিশেষ পবিত্র দিন। মনে করা হয়, এই দিনে ভক্তিভরে মহাদেব এবং দেবী গৌরীকে পূজা করলে ভক্তের সকল প্রার্থনা পূর্ণ হয়। প্রদোষ ব্রত প্রতি মাসের শুক্ল পক্ষ এবং কৃষ্ণ পক্ষ, উভয় পক্ষেই দু'বার করে পালন করা হয়। মূলত ত্রয়োদশী তিথির সন্ধ্যা এই ব্রত পালনের সঠিক সময়। এই বিশেষ শুভ মুহূর্তকে বলা হয় ‘প্রদোষ কাল’।

Advertisement

২০২৫ সালের শেষ প্রদোষের তারিখ
২০২৫ সালের শেষ প্রদোষ ব্রতটি পালিত হবে ১৭ ডিসেম্বর, বুধবার। এই ব্রত বুধবার পড়ায় এটিকে ‘বুধ প্রদোষ’ বলা হয়। সপ্তাহের যে দিনটিতে প্রদোষ ব্রত পালিত হয়, সেই দিন অনুযায়ী এর নামকরণ করা হয়। শাস্ত্র মতে, বুধ প্রদোষ ব্রত পালন করলে বুদ্ধি, বাকশক্তি ও ব্যবসায়ে বিশেষ সফলতা লাভ হয়।

পুজোর শুভ সময়
পঞ্জিকা অনুসারে, ত্রয়োদশী তিথি শুরু হবে ১৬ ডিসেম্বর, ২০২৫ তারিখে রাত ১১টা ৫৭ মিনিটে। তিথিটি শেষ হবে ১৮ ডিসেম্বর রাত ২টা ৩২ মিনিটে। প্রদোষ পূজার জন্য শুভ সময় হল ১৭ ডিসেম্বর, বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিট থেকে রাত ৮টা ৪১ মিনিট পর্যন্ত। ভক্তরা এই সময়ের মধ্যেই শিবের পূজা ও আরাধনা সম্পন্ন করবেন।

বুধ প্রদোষের বিশেষ বিধি ও আচার
এই পবিত্র দিনে উপবাস বা ব্রত পালন করা উচিত। শিব-আরাধনার পাশাপাশি কিছু বিশেষ আচার পালন করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়।

১) প্রদোষকালে ভগবান শিবকে বেলপাতা, ফুল, ধূপ, প্রদীপ এবং নৈবেদ্য অর্পণ করার পর শিব মন্ত্র জপ করা আবশ্যক।
২) প্রদোষের সময় শিবলিঙ্গের কাছে দেশি ঘিয়ের একটি চারমুখী প্রদীপ জ্বালিয়ে শিব চাল্লিশা পাঠ করুন।
৩) বুধ প্রদোষে বুধ গ্রহের মন্ত্র 'ওম বুদ্ধিপ্রদায় নমহঃ' ২১ বার জপ করা অত্যন্ত শুভ।
৪) প্রদোষ ব্রতের দিন অবশ্যই নিষ্ঠা সহকারে মহাদেবের চরণে বেলপাতা নিবেদন করুন।
৫) ত্রয়োদশী তিথির রাতে প্রথম প্রহরের মধ্যে শিব মূর্তির কাছে কোনও উপহার নিয়ে গিয়ে দর্শন করান। এতে সংসারের সমৃদ্ধি ঘটে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৫ সালের শেষ প্রদোষ ব্রতটি পালিত হবে ১৭ ডিসেম্বর, বুধবার।
  • পঞ্জিকা অনুসারে, ত্রয়োদশী তিথি শুরু হবে ১৬ ডিসেম্বর, ২০২৫ তারিখে রাত ১১টা ৫৭ মিনিটে।
  • এই পবিত্র দিনে উপবাস বা ব্রত পালন করা উচিত।
Advertisement