shono
Advertisement
bhai phota 2025

যমের দুয়ারে কাঁটা ফেলতে বোনেরা প্রস্তুত? কবে ভাইফোঁটা? জানুন তিথি ও ক্ষণ

বাঙালির ঘরে ঘরে এ যেন শ্রীকৃষ্ণের কপালে বোন সুভদ্রার জয়টিকা পরিয়ে দেওয়ার উৎসব।
Published By: Buddhadeb HalderPosted: 07:43 PM Oct 20, 2025Updated: 07:43 PM Oct 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইয়ের মঙ্গলকামনায় যমের দুয়ারে কাঁটা ফেলতে বোনেরা প্রস্তুত। কালীপুজোর পরেই ভাইফোঁটা। যম যেমন চিরজীবী হন, ঘরে ঘরে সকল ভাইয়েরাও যেন তেমনি দীর্ঘয়ু হয়ে ওঠে, এমন কামনাতেই ভাইয়ের কপালে ফোঁটা দেন বোনেরা। শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাতৃদ্বিতীয়া পালিত হয়। বাঙালির ঘরে ঘরে এ যেন শ্রীকৃষ্ণের কপালে বোন সুভদ্রার জয়টিকা পরিয়ে দেওয়ার উৎসব। যেন মৃত্যুকে জয় করে ভাইয়ের কপালে জীবনের জয়টিকা পরিয়ে দেন প্রতিটি বোন।

Advertisement

ভাইফোঁটার দিন ভাই-দাদাদের কপালে চন্দন কিংবা দইয়ের ফোঁটা পরিয়ে মনে মনে মঙ্গল কামনা করেন বোনেরা। সাধারণত প্রতিপদে ভাইফোঁটা দেওয়ার প্রথা রয়েছে। তবে অনেক জায়গাতে দ্বিতীয়াতে ফোঁটা দেওয়ার চল। কিন্তু এ বছর ভাইফোঁটা কবে?

এ বছর শুক্লা দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ২২ অক্টোবর, রাত্রি ৮টা ১৬ মিনিতে। শেষ হবে পরের দিন ২৩ অক্টোবর রাত ১০টা ৪৬ মিনিট। জ্যোতিষশাস্ত্র মতে, ২৩ অক্টোবর, বৃহস্পতিবার ভাইফোঁটা অত্যন্ত শুভ।

এদিন ব্রাহ্ম মুহূর্তে স্নান সেরে ভাইকে ফোঁটা দেওয়ার কথা বলা হয়েছে শাস্ত্রে। থালায় প্রদীপ, শঙ্খ, ধান, দূর্বা, চন্দন, দই ও ঘি দিয়ে ভাইফোঁটার নিয়ম পালন করতে হয়। এরপর চলে মিষ্টিমুখ। ভাইফোঁটার সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করিয়ে ভাইকে বসানো উচিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাধারণত প্রতিপদে ভাইফোঁটা দেওয়ার প্রথা রয়েছে।
  • তবে অনেক জায়গাতে দ্বিতীয়াতে ফোঁটা দেওয়ার চল।
  • জ্যোতিষশাস্ত্র মতে, ২৩ অক্টোবর, বৃহস্পতিবার ভাইফোঁটা অত্যন্ত শুভ।
Advertisement