shono
Advertisement
Dhanteras 2025

ধনতেরস কবে? জেনে নিন কোন সময়ে সোনা কিনলে সংসারে শ্রীবৃদ্ধি হবে

জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, যেকোনও সময় কেনাকাটি করলেই হল না।
Published By: Sayani SenPosted: 05:55 PM Oct 15, 2025Updated: 07:08 PM Oct 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুবের আরাধনার দিন হিসাবেই পরিচিত ধনতেরস। সংসারের শ্রীবৃদ্ধিতে অনেকেই এদিন সাধ্যমতো গয়নাগাটি-সহ নানা জিনিসপত্র কেনেন। আপনিও কি কেনাকাটির পরিকল্পনা শুরু করেছেন? জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, যেকোনও সময় কেনাকাটি করলেই হল না। সৌভাগ্য লাভে পঞ্জিকা মতে ধনতেরসের শুভ মুহূর্তে  কেনাকাটি করতে হবে।

Advertisement

পঞ্জিকা মতে, আগামী ১৮ অক্টোবর, শনিবার ধনতেরস। বেলা ১২টা ১৮ মিনিট থেকে শুরু হবে তিথি। পরদিন অর্থাৎ ১৯ অক্টোবর দুপুর ১টা ৫১ মিনিট পর্যন্ত চলবে তিথি। পুজোর শুভ সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট। এই সময়ের মধ্যে কেনাকাটি করতে পারেন। ব্রহ্ম মুহূর্ত ভোর ৪টে ৪৩ মিনিট থেকে ৫টা ৩৩ মিনিট। অভিজিৎ মুহূর্ত সকাল ১১টা ৪৩ মিনিট থেকে বেলা ১২টা ২৯ মিনিট। বৃষভ কাল সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৯টা ১১ পর্যন্ত। প্রদোষ কাল বিকেল ৫টা ৪৮ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত।

কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর সন্ধ্যায় ধনপতি কুবেরের আরাধনা করা হয়। হিন্দুদের মধ্যে রাবণ কোথাও বিশেষ পাত্তা পান না। তবে দশাননের এই দাদাটি কিন্তু উত্তর ও পশ্চিম ভারতে বেশ জনপ্রিয়। বিশেষত বণিক মহলে দেবতা হিসাবে তাঁর প্রচুর খাতির। এই দিনটির অন্য একটি পরিচিতিও রয়েছে। ধনত্রয়োদশীর পাশাপাশি দিনটি ধন্বন্তরি ত্রয়োদশী নামেও পরিচিত। এই দিনটিকে চিকিৎসকদের ঈশ্বর বা ঈশ্বরদের চিকিৎসক ধন্বন্তরির জন্মদিন হিসাবেও মনে করা হয়। সমুদ্র মন্থনের পর এই দিনেই অমৃতের ভাণ্ড হাতে ধন্বন্তরি উঠে এসেছিলেন বলে মনে করা হয়। তাই এটি ধন্বন্তরির জন্মদিন।

আর সর্বরোগহর সেই অমৃতের স্পর্শেই সবরকম রোগবালাই এমনকী, মৃত্যু থেকেও সুরক্ষিত হয়েছিলেন দেবতারা। ধন্বন্তরির জন্মদিবস হিসাবেও দিনটির আলাদা মাহাত্ম্য রয়েছে। কিন্তু তার থেকেও বেশি করে কুবের আরাধনার দিন হিসাবেই ধনতেরসের পরিচিতি। কারণ, লক্ষ্মী বা কুবের, যাঁকে আরাধনা করেই ঘরে ধনসম্পদের বাড়বাড়ন্ত, তাতে কারই বা আপত্তি হয়! জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, শুভ সময়ে করুন কেনাকাটা। নইলে অর্থব্যয়ই শুধু হবে, সংসারে সমৃদ্ধি বৃদ্ধি হবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কুবের আরাধনার দিন হিসাবেই পরিচিত ধনতেরস।
  • জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, যেকোনও সময় কেনাকাটি করলেই হল না।
  • সৌভাগ্য লাভে পঞ্জিকা মতে ধনতেরসের শুভ মুহূর্তে  কেনাকাটি করতে হবে।
Advertisement