সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসারের শ্রীবৃদ্ধিতে কত কিছুই না করি আমরা। বারো মাসে তেরো পার্বণের মতো নানা ব্রতপালন যেন ঘরে ঘরে লেগেই থাকে। কেউ কেউ যেমন কুবের আরাধনায় ধনতেরস পালন করেন। ভাগ্য ফেরাতে জ্যোতিষ শাস্ত্রবিদদের কথা মাথায় রেখে নানা সামগ্রীও কিনে থাকেন। তবে জানেন, এদিন কিছু কাজ করা উচিত নয়। আর সে ভুল হলেই সর্বনাশ।
* ধনতেরসের দিন আমিষ খাবার না খাওয়াই উচিত। পিঁয়াজ, রসুন এড়িয়ে চলাই ভালো।
* ধনতেরসের সন্ধ্যায় ভুলেও বাড়িতে ঝাড়ু দেবেন না। বিকেলের মধ্যে ঘর পরিষ্কার করে ফেলুন। নইলে লক্ষ্মীদেবী রুষ্ট হন।
* রাহুর দোষ থাকলে ভুলেও ধনতেরসে লবণ কাউকে দেবেন না। তাতে লক্ষ্মীদেবী রুষ্ট হন। ভবিষ্যতে আর্থিক সমস্যায় জেরবার হতে পারেন আপনিও।
* কারও থেকে এদিন টাকা ধার নেবেন না। কাউকে টাকা ধার দেওয়াও উচিত নয়। কেউ টাকা আপনার থেকে পেলে তাঁকে এদিন ফেরৎ না দেওয়াই উচিত। তাতে আর্থিক সমস্যা বাড়তে পারে।
* ধনতেরসে অনেকে বাসন কেনেন। চাইলে আপনিও কিনতে পারেন। তবে খালি বাসন ঘরে আনবেন না। তার ভিতর কিছু দিয়ে আনুন। হাতের কাছে কিছু না থাকলে একটি হলেও ধান ফেলে বাসন ঘরে আনুন।
পঞ্জিকা মতে, ১৮ অক্টোবর, শনিবার বেলা ১২টা ১৮ মিনিট থেকে শুরু হবে তিথি। পরদিন অর্থাৎ ১৯ অক্টোবর দুপুর ১টা ৫১ মিনিট পর্যন্ত চলবে তিথি। পুজোর শুভ সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট। এই সময়ের মধ্যে কেনাকাটি করতে পারেন। ব্রহ্ম মুহূর্ত ভোর ৪টে ৪৩ মিনিট থেকে ৫টা ৩৩ মিনিট। অভিজিৎ মুহূর্ত সকাল ১১টা ৪৩ মিনিট থেকে বেলা ১২টা ২৯ মিনিট। বৃষভ কাল সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৯টা ১১ পর্যন্ত। প্রদোষ কাল বিকেল ৫টা ৪৮ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত। তাই নির্দিষ্ট সময় মেনেই করুন কেনাকাটি।
