সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই দেবী দুর্গার বোধন। কথিত আছে, এইদিনই নাকি রামচন্দ্র দেবীর বোধন করেন। ওইদিন অনেকেই দুর্গাষষ্ঠী পালন করেন। লক্ষ্য একটাই সন্তানের মঙ্গল কামনা। সমস্ত ব্রত পালনের কিছু না কিছু নিয়ম থাকে, দুর্গাষষ্ঠীর ব্রতও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। তাই কিছু নিয়ম মানতেই হবে। কী সেই নিয়ম, চলুন তা জেনে নেওয়া যাক।
* ভোরবেলা ঘুম থেকে উঠুন। গোটা বাড়ি পরিষ্কার করে ফেলুন।
* সমস্ত কাজ সেরে স্নান করে নিন। পরুন শুদ্ধবস্ত্র। ভুলেও সাদা কিংবা কালো রঙের পোশাক পরবেন না। লাল, উজ্জ্বল হলুদ, কমলা, নীল রঙের পোশাক পরতে পারেন।
* ভুলেও আমিষ খাবার খাবেন না। নিরামিষ খাবার খান সারাদিন।
* সন্তানের মঙ্গল কামনা করে শুরু করুন পুজোর জোগাড়। একটি পাত্রে পাঁচরকমের ফল নিন। সঙ্গে মিষ্টি। প্রদীপ নিতে ভুলবেন না।
* পুজোয় নারকেল দিতে পারেন। সঙ্গে আতপ চাল, তিল, সিদ্ধি দিন। এই জিনিসগুলি পুজোর পরই নিরঞ্জন করবেন না। একেবারে দশমীর পর নিরঞ্জন করবেন।
* একটি লাল কাপড়ে পুজো দেওয়া আতপ চাল রেখে দিন। বাড়ির ঈশান কোণে ওই চাল রেখে দিন। সংসারে শ্রীবৃদ্ধি হবে।
* জোগাড় করতে পারলে দেবীকে পদ্মফুল, রুপোর মুদ্রা নিবেদন করতে পারেন। রুপোর মুদ্রা পুজো শেষে বাড়ি নিয়ে যাবেন। সিংহাসনে রেখে দিন। আপনার শ্রীবৃদ্ধি হবে।
* বাড়িতে কলাগাছ থাকলে হলুদ কাপড় দিয়ে গাছটি ঢেকে রাখুন। হলুদ সুতো বেঁধে দিতে পারেন।
* সন্ধেয় অবশ্যই ধূপ, দীপ জ্বালান। ভুল করেও বাড়ি অন্ধকার রাখবেন না।
* এদিন পারলে দানধ্যান করতে পারেন। বিশেষত শিশুদের ফল, খাবার দিতে পারেন।
