সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতাসে বিষাদের সুর। নবমী নিশি পোহাতেই বৃহস্পতিবার সকাল থেকে ঢাকের বাদ্যিতেও যেন মনকেমনের বোল। কিন্তু উৎসব তো পুরোপুরি শেষ হয় না। একবারের সমাপ্তি আসলে পরের সূচনাকেই চিহ্নিত করতে থাকে। এদিন তাই অন্যদের 'শুভ বিজয়া'র মেসেজ পাঠানোর পাশাপাশি অনেকেই চোখ রেখেছেন আগামী বছরের ক্যালেন্ডারে। জানেন কি ২০২৬ সালে দুর্গোৎসবের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে?
এবছর পুজো পড়েছিল একটু আগেই। ২১ সেপ্টেম্বর ছিল মহালয়া। ২৮ তারিখ ষষ্ঠী। আজ, বৃহস্পতিবার ২ অক্টোবর বিজয়া দশমী। কিন্তু পরের বার এই সময়ে এমনকী মহালয়াও হবে না। অর্থাৎ দেবীপক্ষের সূচনা হতেও বাকি থাকবে সপ্তাহখানেক।
২০২৬ সালের ১০ অক্টোবর পড়েছে মহালয়া। দিনটা শনিবার। এর এক সপ্তাহ পর ১৭ অক্টোবর, পড়েছে ষষ্ঠী। স্বাভাবিক ভাবেই সেদিনটাও শনিবার। পরদিন অর্থাৎ রবিবার, ১৮ অক্টোবর সপ্তমী। এরপর ১৯, ২০ ও ২১ অক্টোবর মহাষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী। কোজাগরী লক্ষ্মীপুজো হবে ২৫ অক্টোবর।
আজ, বৃহস্পতিবার সপরিবারে কৈলাসে পাড়ি দেবেন উমা। ঘাটে বিসর্জনের প্রস্তুতি চলছে। তবে বৃহস্পতিবার যেহেতু অনেকেই ভাসান দেন না, তাই শুক্রবারই বেশিরভাগ প্রতিমার নিরঞ্জন হবে। বিসর্জনের শোভাযাত্রায় কলকাতার ২৩৮টি গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ পিকেট থাকছে। কেউ যদি ডিজে বাজায় অথবা সেরকম কোনও অভিযোগ পুলিশের কাছে আসে, সঙ্গে সঙ্গে সেই পুজো কমিটির বিরুদ্ধে পুলিশ আইনি ব্যবস্থা নেবে। আয়োজকদের গ্রেপ্তারও করা হতে পারে। নবমীর দিন পুর কর্তৃপক্ষ গিয়ে ঘাট পরিদর্শন করে এসেছে। বিসর্জনের আবর্জনা ভেসে এসে জলের পাইপলাইনের মুখ যাতে বন্ধ না হয়, সেদিকে নজর রাখতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
