shono
Advertisement

Breaking News

Janmashtami

জন্মাষ্টমীতে নিজেই করুন গোপালের প্রাণপ্রতিষ্ঠা, মেনে চলুন এই নিয়ম

পুরোহিত ছাড়াই নিজে করুন এই কাজ।
Published By: Buddhadeb HalderPosted: 07:51 PM Aug 14, 2025Updated: 07:51 PM Aug 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে গোপালের মূর্তি এনে রেখে দিয়েছেন? ভাবছেন, কৃষ্ণ জন্মাষ্টমীর শুভ মুহূর্তে প্রাণপ্রতিষ্ঠা করবেন! কিন্তু অনেক সময় এদিন ঘরে ঘরে পুজোর ব্যস্ততায় পুরোহিত পাওয়া মুশকিল হয়ে ওঠে। অন্যদিকে পুজোর শুভ মুহূর্ত পেরিয়ে গেলেই সর্বনাশ! এ বছর জন্মাষ্টমী পড়েছে ১৬ আগস্ট, শনিবার। পুজোর শুভ মুহূর্ত থাকবে ১৬ আগস্ট রাত্রি ১২টা ৪ মিনিট থেকে রাত ১২টা ৪৭ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গোপালের প্রাণপ্রতিষ্ঠা করলে গৃহের কল্যাণ হবে। কিন্তু ওই নির্দিষ্ট সময়ে যদি পুরোহিত না পান? চিন্তার কিছু নেই। বিশেষ কিছু নিয়ম মেনে নিজেই প্রাণপ্রতিষ্ঠা করুন গোপালের। কী সেই নিয়ম? চলুন জেনে নেওয়া যাক।

Advertisement

এই নিয়ম মেনে গোপালের প্রাণপ্রতিষ্ঠা করুন
(১)
ঠাকুরঘর ভালো করে পরিষ্কার করুন। গঙ্গা জল ছিটিয়ে ঘর শুদ্ধ করে নিন। এরপর ঘরের উত্তর-পূর্ব দিক চিহ্নিত করে সেখানে গোপালের সিংহাসন রাখুন।

(২) গোপালের মূর্তি স্থাপনের জন্য পরিষ্কার ও উপযুক্ত স্থান বেছে নিন। স্থানটি পরবর্তীকালে পরিবর্তন যাতে না করতে হয়, এমন ভাবেই স্থির করুন।

(৩) জন্মাষ্টমীতে গোপালের মূর্তিকে দুধ, দই, ঘি, মধু ও চিনি (পঞ্চামৃত) দিয়ে স্নান করান। স্নানের উপকরণে গাঁদা ফুলের কুচি ও তুলসীপাতা মেশান। মনে মনে 'ওম ভগবতে বাসুদেবায় নমঃ' মন্ত্রোচ্চারণ করে পঞ্চামৃতটি দিয়ে গোপালকে স্নান করান। পঞ্চামৃতে অভিষেকের পর গোপালকে গঙ্গজলে ধুয়ে তার গা মুছিয়ে দিন।

(৪) গোপালকে নতুন জামা, মুকুট, বাঁশি, নূপুর ও ময়ূরের পালক দিয়ে মনের মতো করে সাজান। সম্ভব হলে জন্মাষ্টমীতে গোপালকে হলুদ রঙের পোশাক পরান। এরপর ফুল দিয়ে সিংহাসনটি সাজান।

(৫) গোপালকে পাঁচ রকমের ফল ও মিষ্টি দিন। আরতি ও মন্ত্রপাঠ করুন। কিংবা মনে মনে গোপালের ধ্যান করতে পারেন।

(৬) আপনি মনের মতো ভোগ রেঁধেও গোপালকে নিবেদন করতে পারেন। খিচুড়ি, পায়েস, লুচি ও সুজি প্রভৃতি ভোগ দেওয়া যেতে পারে।

(৭) মনে রাখবেন জন্মাষ্টমীতে এই নিয়ম পালনের তিন দিন আগে থেকেই প্রাণপ্রতিষ্ঠার প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

(৮) প্রথম দিনে একটা পরিষ্কার পাত্রে গোবিন্দভোগ চাল নিয়ে তার মধ্যে গোপালকে বসিয়ে রাখতে হবে।

(৯) দ্বিতীয় দিনে চাল সরিয়ে রেখে সেই পাত্রে পাঁচ ধরনের সবজি রেখে তাতে গোপালকে বসিয়ে রাখুন।

(১০) তৃতীয় দিনে সেই পাত্রে ফুল ও ফল রাখুন। এই সময় গোপালের চোখ ছোট্ট লাল কাপড়ে বেঁধে রাখবেন।

(১১) প্রাণপ্রতিষ্ঠার সময় সেই কাপড়ের টুকরোটি খুলে ফেলুন। প্রাণপ্রতিষ্ঠার শুভ মুহূর্তে গোপালের মূর্তিকে আয়না দেখান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এ বছর জন্মাষ্টমী পড়েছে ১৬ আগস্ট, শনিবার।
  • পুজোর শুভ মুহূর্ত থাকবে ১৬ আগস্ট রাত্রি ১২টা ৪ মিনিট থেকে রাত ১২টা ৪৭ মিনিট পর্যন্ত।
  • বিশেষ কিছু নিয়ম মেনে নিজেই প্রাণপ্রতিষ্ঠা করুন গোপালের।
Advertisement