shono
Advertisement

Breaking News

Lunthan Sasthi

সন্তানের শুভকামনায় লুণ্ঠনষষ্ঠী পালন, অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি

শ্রাবণ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে লুণ্ঠন ও লোটনষষ্ঠী পালন করা হয়।
Published By: Sayani SenPosted: 05:54 PM Jul 28, 2025Updated: 05:54 PM Jul 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'আমার সন্তান যেন থাকে দুধেভাতে...।' প্রত্যেক মায়ের যেন একটাই প্রার্থনা। নিজের সন্তানকে ভালো রাখার জন্য কী না করেন জন্মদাত্রী। যাঁরা ভগবানে বিশ্বাস করেন, তাঁরা নানা ষষ্ঠী পালন করেন। ঠিক যেমন লোটন বা লুণ্ঠনষষ্ঠী। শ্রাবণ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এই ব্রতকথা পালন করেন মহিলারা। 

Advertisement

কথিত আছে, লোটনষষ্ঠীর নামটি এসেছে একটি ব্রতকথা থেকে। যেখানে মা ষষ্ঠীর লোটন বা এক বিশেষ ধরনের সোনার গয়না লুট বা চুরি হয়েছিল। তাই এই ব্রতের নাম লুন্ঠনষষ্ঠী বা লোটনষষ্ঠী। আবার কারও কারও মতে, রাজা প্রিয়ব্রত ষষ্ঠীপুজো করে নিজের মৃত সন্তানের প্রাণ ফিরে পান। সেই থেকে ষষ্ঠীপুজোর প্রচলন। এই ব্রতের উদ্দেশ্য সন্তানের আয়ু বৃদ্ধি এবং তার মঙ্গলকামনা।

প্রথমে জেনে নেওয়া যাক লোটন বা লুণ্ঠনষষ্ঠী পালনের শুভ সময়:
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা
ষষ্ঠী তিথি শুরু হবে মঙ্গলবার রাত ১২টা ৪৮ মিনিটে। ষষ্ঠী তিথির শেষ বুধবার রাত ২টো ৪২ মিনিটে।

গুপ্তপ্রেস পঞ্জিকা
ষষ্ঠী শুরু মঙ্গলবার রাত ১টা ২৯ সেকেন্ডে। বুধবার রাত ২টো ২৬ মিনিট ২২ সেকেন্ডে ষষ্ঠী তিথির শেষ।

প্রত্যেক ষষ্ঠী পালনের কিছু না কিছু নিয়মকানুন রয়েছে। লোটন বা লুণ্ঠনষষ্ঠীও ব্যতিক্রম নয়। তাই অনেকের মতে এই নিয়মগুলি না মানলে সন্তানের শ্রীবৃদ্ধির পরিবর্তে ক্ষতির সম্ভাবনাই বেশি।

* ষষ্ঠী পালনের পরিকল্পনা থাকলে ভোরবেলা ঘুম থেকে উঠুন।
* স্নান সেরে শুদ্ধবস্ত্র পরুন। হলুদ রঙের পোশাক শুভ। তাই পুজো দেওয়ার সময় এই রঙের পোশাক পরুন।
* যাঁরা ষষ্ঠী পালন করেন তাঁরা সাধারণত উপবাস করে পুজো দেন। তবে শারীরিক সমস্যা থাকলে নিরামিষ খাবার কিংবা সরবত খেতে পারেন।
* ষষ্ঠীর আসন সাজিয়ে ফেলুন। তার আগে অবশ্যই জায়গাটি পরিষ্কার করে নিন। সুন্দর করে আলপনা দিয়ে দিন।

* পুজোর উপকরণে ফল, ফুল, মিষ্টি থাকেই। তবে অবশ্যই সঙ্গে ঝিঙে, আখের গুড় ও কড়াই দিতে হবে।

* পুজো দেওয়ার পর ব্রতকথা পড়ুন। অন্য কেউ পড়লেও ক্ষতি নেই। ব্রতকথা শুনতেই হবে। অনেকেই বিশ্বাস করেন, ব্রতকথা ছাড়া লোটন বা লুণ্ঠনষষ্ঠীর পুজো সুসম্পন্ন হয় না।
* পুজোর পর সকলকে প্রসাদ বিতরণ করুন। বিশেষত খুদেদের প্রসাদ দেওয়ার চেষ্টা করুন।

এই নিয়মগুলি মেনে লোটন বা লুণ্ঠনষষ্ঠী পালন করলে সন্তানের শ্রীবৃদ্ধি হয়। সংসার আরও সমৃদ্ধ হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শ্রাবণ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে লুণ্ঠন ও লোটনষষ্ঠী পালন করা হয়।
  • এই ব্রতের উদ্দেশ্য সন্তানের আয়ু বৃদ্ধি এবং তার মঙ্গলকামনা।
  • পুজোর উপকরণে ফল, ফুল, মিষ্টি থাকেই। তবে অবশ্যই সঙ্গে ঝিঙে, আখের গুড় ও কড়াই দিতে হবে।
Advertisement