সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা, ঠাকুমারা নখ কাটা নিয়ে নানা নিয়মকানুনের কথা বলেন। কেউ বলেন, এই দিনে নখ কাটতে নেই। তো কেউ বলেন, ওই দিনে। অনেকে বলেন মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার নখ কাটা উচিত নয়। অনেক সময় আবার কেউ কেউ সন্ধ্যায় নখ কাটতে নিষেধ করেন। তাঁরা বিশ্বাস করেন, তার ফলে সংসারের হাজারও ক্ষতি হয়। সত্যিই কি তাই? তার চেয়ে জেনে নেওয়া যাক সত্যিই ঠিক কোন কোন কারণে সূর্যাস্তের পর নখ কাটা অনুচিত।
* হিন্দু পুরাণ মতে সন্ধ্যা পবিত্র সময়। সেই সময়ে সংসারের সুখসমৃদ্ধি বৃদ্ধির আশায় দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। শাস্ত্রমতে, এই সময় নখ কাটা উচিত নয়। তাতে রাহু, কেতুর কুপ্রভাবে তছনছ হতে পারে জীবন। দুর্ভাগ্যকে ডেকে আনতে না চাইলে ভুল করেও সন্ধ্যায় নখ কাটা উচিত নয়। অনেকে বিশ্বাস করেন, এই সময় চুল কাটা কিংবা চুল আঁচড়ানোও উচিত নয়। দোরগোড়ায় বসে থাকাও সংসারের অশুভের ইঙ্গিত হতে পারে।
* জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, সন্ধ্যায় নখ কাটা অনুচিত। তার ফলে চন্দ্রের কুপ্রভাবে শরীরের ক্ষতি হতে পারে। মানসিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনাও থাকে।
* আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, সন্ধ্যার পর নখ কাটা ঠিক নয়। শরীরের সঙ্গে তিথি, নক্ষত্রের প্রভাব পড়ে। সময়ের গণ্ডি পেরিয়ে নখ কাটলে শরীরের স্বাভাবিক নিয়মের হেরফের হতে পারে। তার ফলে ন্য়াচারাল হিলিং রিদমের সমস্যা তৈরি হয়।
* যদিও বিজ্ঞান সচেতকরা উপরোক্ত যুক্তি মানতে নারাজ। তাঁদের যুক্তি, অতীতে ঘরে ঘরে বিদ্যুৎ থাকত না। লণ্ঠনের আলোই ছিল ভরসা। সেই সময় কম আলোয় নখ কাটলে হাত কাটার সম্ভাবনা তৈরি হয়। তাই এই সমস্যা থেকে রেহাই পেতে সন্ধ্যায় নখ কাটতে বারণ করা হত। আর সেই রীতি আজও চলে আসছে।
