shono
Advertisement

Breaking News

Jhulan Yatra rituals

ঝুলনের পাঁচদিন এই নিয়মগুলি মেনে চলুন, সংসারে বাড়বে সুখ-শান্তি

ঝুলন চলবে ৯ আগস্ট পর্যন্ত।
Published By: Buddhadeb HalderPosted: 05:18 PM Aug 05, 2025Updated: 05:43 PM Aug 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাধা-কৃষ্ণের প্রেমের মহিমা উদযাপনে ৫ আগস্ট শুরু হল ঝুলন উৎসব। দোলনা, গান ও নৃত্যের মধ্যে দিয়ে পালন করা হয় ঝুলন যাত্রা (Jhulan Yatra)। এই উৎসব হিন্দোলা নামেও পরিচিত। বৈষ্ণব ছাড়াও প্রায় সকল হিন্দু ধর্মের মানুষের কাছেই এই উৎসবের আলাদা মাহাত্ম্য রয়েছে। ঝুলন চলবে ৯ আগস্ট পর্যন্ত। হিন্দুশাস্ত্রে এই পাঁচদিন কিছু নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে। এতে ভক্তের জীবনে উন্নতি ও সুখ-সমৃদ্ধি বাড়বে।

Advertisement

মেনে চলুন এই নিয়ম:
(১) ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে 'হরে কৃষ্ণ' মহামন্ত্র জপ করুন। জীবাত্মার শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভে ভক্তের কল্যাণ হবে।
(২) রাধাকৃষ্ণের পুজো করুন। ঝুলনের পাঁচদিন দোলনাতে রাধাকৃষ্ণের মূর্তি সাজিয়ে দোলনাটিকে পূর্ব থেকে পশ্চিমে দোলান। এতে সংসারে শান্তি বৃদ্ধি পাবে।
(৩) ভগবান শ্রীকৃষ্ণকে ননি বা ক্ষীর ভোগ দিন। নিজের হাতে রান্না করে পায়েস দিতে পারেন।
(৪) রাধাকৃষ্ণের পুজোয় হলুদ রঙের অর্ঘ্য দিন। পুজোতে হলুদ রঙের ফুল বা বস্ত্র ভগবানকে নিবেদন করুন। প্রতিমার চরণে তুলসীপাতায় চন্দনের টিপ দিয়ে নিবেদন করুন।
(৫) রাধাকৃষ্ণের যুগল মূর্তির কাছে অবশ্যই ময়ূরের পালক দিয়ে সাজাবেন। সঙ্গে একটা ঘি-এর প্রদীপ জ্বেলে রাখবেন। ঝুলনের পাঁচদিন পাঁচবার করে শঙ্খ বাজাতে ভুলবেন না যেন! এছাড়া নিজের সাধ্যমতো কিছু না কিছু দান করুন। এতে সংসারে সকলের মঙ্গল হবে।

(৬) ঝুলন উৎসবে তুলসী গাছের বিশেষ যত্ন নেওয়া হয়। তুলসী গাছকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে তুলসীর কাছে প্রার্থনা করলে সকল ইচ্ছা পূরণ হয়।

(৭) এই সময়ে দুঃস্থ ও অসহায়দের দান করলে রাধা-কৃষ্ণের কৃপা পাওয়া যায় বলে মনে করা হয়। দান-ধ্যান করা পুণ্যের কাজ এবং এতে সংসারে সুখ-শান্তি বৃদ্ধি পায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাধা-কৃষ্ণের প্রেমের মহিমা উদযাপনে ৪ আগস্ট শুরু হল ঝুলন উৎসব।
  • বৈষ্ণব ছাড়াও প্রায় সকল হিন্দু ধর্মের মানুষের কাছেই এই উৎসবের আলাদা মাহাত্ম্য রয়েছে।
  • হিন্দুশাস্ত্রে এই পাঁচদিন কিছু নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে।
Advertisement