shono
Advertisement
Kali Puja 2025

দীপাবলির আগে ৫ স্বপ্ন দেখছেন? লক্ষ্মী আপনার ঘরের দুয়ারে!

স্বপ্নেই লুকিয়ে ভবিষ্যতের ইঙ্গিত!
Published By: Sayani SenPosted: 10:55 PM Oct 19, 2025Updated: 10:55 PM Oct 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোর উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। কালীর আরাধনা মগ্ন দেশবাসী। শক্তির দেবীর কাছে নিশ্চয়ই সংসারের শ্রীবৃদ্ধি কামনা করেছেন। আদৌ আপনার আশাপূরণ হবে কিনা, তা অবশ্য ভবিষ্যৎই বলবে। তবে জানেন কি, স্বপ্নশাস্ত্র অনুযায়ী, কিছু স্বপ্ন দিতে পারে ভবিষ্যতের ইঙ্গিত।

Advertisement

আপনি কি পদ্মফুলের স্বপ্ন দেখছেন? তাহলে আপনার ঘরের দুয়ারে। স্বপ্নশাস্ত্র অনুযায়ী, লক্ষ্মীদেবীর আশীর্বাদধন্য আপনি। সমস্ত আর্থিক বাধা খুব শীঘ্রই দূর হবে। রাতারাতি কোটি টাকার লটারি পেলেও অবাক হবেন না যেন!

অনেকে স্বপ্নে গরুকে দেখেন। মনে রাখবেন, তা-ও আদতে সৌভাগ্যের প্রতীক। এই স্বপ্ন দেখলে সমস্ত বাধাবিঘ্ন কেটে যেতে বাধ্য।

আপনি কি স্বপ্নে সোনা বা টাকা দেখেছেন? উত্তর 'হ্যাঁ' হলে আর কিছুই ভাবার প্রয়োজন নেই। সমৃদ্ধির পথ একেবারে প্রশস্ত।

কোনও মন্দিরে বেড়াতে গিয়েছেন কিংবা পুজো দেওয়ার স্বপ্ন দেখছেন? দীপাবলির আগে এই স্বপ্ন সৌভাগ্যের প্রতীক। স্বপ্নশাস্ত্রবিদদের মতে, এই স্বপ্ন ইতিবাচকতার প্রতীক। খুব শীঘ্রই আপনার জীবন সুখসমৃদ্ধিতে ভরে উঠবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

নদীর স্বপ্ন দেখলে আপনার উন্নতি নাকি সকলের ঈর্ষার কারণ হয়ে উঠতে পারে। এই স্বপ্ন দেখার পর নাকি আর্থিক উন্নতি হবে।

দীপাবলির আগে তাই স্বপ্নে এই ৫ জিনিস দেখলেই বুঝতে পারবেন লক্ষ্মীদেবী কৃপা আপনার উপর। তাই শুদ্ধ মনে দীপাবলিতে আনন্দে মেতে উঠুন। শাস্ত্রজ্ঞদের মতে, নিয়ম মেনে দেবীর আরাধনা করুন। সমস্ত অন্ধকার কেটে আলোয় ভরে উঠুক আপনার জীবন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শক্তির দেবীর কাছে নিশ্চয়ই সংসারের শ্রীবৃদ্ধি কামনা করেছেন।
  • আদৌ আপনার আশাপূরণ হবে কিনা, তা অবশ্য ভবিষ্যৎই বলবে।
  • তবে জানেন কি, স্বপ্নশাস্ত্র অনুযায়ী, কিছু স্বপ্ন দিতে পারে ভবিষ্যতের ইঙ্গিত।
Advertisement