সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোর উৎসবে গা ভাসিয়েছে প্রায় গোটা দেশ। পুজোপাঠের আয়োজনও প্রায় শুরুর দিকে। দুপুরের দিকে অমাবস্যা তিথিও শুরু হয়ে যাবে। দীপান্বিতা অমাবস্যা তিথিতে এমন কোনও কাজ করবেন না, যাতে দেবী রুষ্ট হোন। চলুন জেনে নেওয়া যাক, কোন কাজগুলি করলে দেবীর আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন আপনি।
* পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে পুজোর জায়গায় যাবেন না। জুতো পরে ভুলেও সেখানে যাবেন না।
* অনেকেই তিথি না মেনে ভুল সময়ে পুজো করেন। তা করবেন না। তাতে দেবী রুষ্ট হোন। আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন।
* কারও সঙ্গে এদিন ঝগড়া, বিবাদে জড়াবেন না। তাতে সমস্যায় পড়তে পারেন।
* বহু অতীতে মা কালীর পুজোয় ছাগবলির প্রথা ছিল। বর্তমানে সে প্রথার আর চল নেই বললেই চলে। চেষ্টা করুন কালীপুজোর দিন অকারণ পশুহত্যা থেকে নিজেকে বিরত রাখার।
* দীপান্বিতা অমাবস্যায় ভুলেও ঘর অন্ধকার করে রাখবেন না। আলোয় সাজিয়ে তুলুন গোটা বাড়ি। তাতেই দেবীর কৃপা লাভ করতে পারেন আপনি। নইলে হতে পারে বিপরীত।
* শাস্ত্রজ্ঞদের মতে, কালীর ভোগে ভুলেও আলু ও টমেটো ব্যবহার করবেন না। তাঁদের যুক্তি অনুযায়ী, দেশজ নয় বলেই ভোগে এই দুই সবজি ব্যবহার অনুচিত বলেই মনে কররছেন তাঁরা।
বলে রাখা ভালো, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী দুপুর ৩টে ৪৬ মিনিট থেকে অমাবস্যা আরম্ভ। নিশীথকালে রাত ১০টা ৫৮ মিনিট গতে ১১টা ৪৬ মিনিটের মধ্যে শ্যামা পুজো করতে হবে। অমাবস্যা শেষ পরদিন সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে। আবার গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, অমাবস্যা শুরু সোমবার দুপুর ২টো ৫৫ মিনিট ৫৬ সেকেন্ডে। অমাবস্যা শেষ পরদিন অর্থাৎ মঙ্গলবার বিকেল ৪টে ২৫ মিনিট ২৩ সেকেন্ডে। এই সময়ের মধ্যে পুজো সারুন। অনেকে আবার এদিন লক্ষ্মীপুজোও করেন। তবে অবশ্যই তা করুন নিয়ম মেনে।
