সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণ্ডপে মণ্ডপে কালীপুজোর প্রস্তুতি তুঙ্গে। কেউ কেউ বাড়িতে কালীপুজো করেন। যেকোনও পুজোর ক্ষেত্রে ভোগ খুবই গুরুত্বপূর্ণ। কালীপুজোর ক্ষেত্রেও নিয়মের কোনও ব্যতিক্রম নেই। কেউ নিরামিষ ভোগ দেন আবার কেউবা আমিষ ভোগ দিয়ে থাকেন। তবে জানেন কি, কালীপুজোর ভোগেও ২টি সবজি ব্যবহারের ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা। নিয়ম না মানলে হতে পারে ঘোর সর্বনাশ!
সাধারণত ভোগ বলতে আমরা বুঝি খিচুড়ি, লুচি, তিন কিংবা পাঁচ রকমের ভাজাভুজি, লাবড়া, আলুরদম, পায়েস, সুজি। মাছও দেন কেউ কেউ। শাস্ত্রবিদদের মতে, কালীপুজোর ভোগে আলু কিংবা টমেটো ব্যবহার করা যায় না। কারণ, আলু দেশজ নয়। তাই শাস্ত্রজ্ঞদের মতে, কালীর ভোগে কখনও আলু দেওয়া উচিত নয়। পরিবর্তে রাঙা আলু ব্যবহার করতে পারেন।
শাস্ত্রজ্ঞদের মতে, কালীর ভোগে ভুলেও টমেটো ব্যবহার করবেন না। তাঁদের যুক্তি অনুযায়ী, আমাদের মা, ঠাকুমারা একসময় টমেটোকে বিলাতি বেগুন বলতেন। দেশজ নয় বলেই ভোগে টমেটো ব্যবহার অনুচিত বলেই মনে কররছেন তাঁরা।
বলে রাখা ভালো, পঞ্জিকা মতে এবার কালীপুজো পড়েছে আগামী সোমবার অর্থাৎ ২০ অক্টোবর। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী দুপুর ৩টে ৪৬ মিনিট থেকে অমাবস্যা আরম্ভ। নিশীথকালে রাত ১০টা ৫৮ মিনিট গতে ১১টা ৪৬ মিনিটের মধ্যে শ্যামা পুজো করতে হবে। অমাবস্যা শেষ পরদিন সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে। আবার গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, অমাবস্যা শুরু সোমবার দুপুর ২টো ৫৫ মিনিট ৫৬ সেকেন্ডে। অমাবস্যা শেষ পরদিন অর্থাৎ মঙ্গলবার বিকেল ৪টে ২৫ মিনিট ২৩ সেকেন্ডে।
কালীপুজো করলে বেশ কয়েকটি নিয়ম মানা প্রয়োজন। সেগুলি হল:
* কালীপুজোর দিন ভোরবেলা ঘুম থেকে উঠুন। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পরিষ্কার করে ফেলুন।
* স্নান সেরে শুদ্ধবস্ত্র পরে ফেলুন। কালীপুজোর দিন সাদা রঙের পোশাক পরবেন না। লাল, কমলা রঙের পোশাক পরতে পারেন।
* এদিন অনেকেই উপবাস করেন। শারীরিক কোনও সমস্য়া থাকলে জল, মিষ্টি, ফল খেতে পারেন।
* কালীপুজোর সন্ধ্যায় বাড়ি অন্ধকার করে রাখবেন না। অবশ্যই আলো জ্বালিয়ে রাখুন।
* কালীপুজোর দিন শিশু, বয়স্কদের কিছু দান করতে পারেন। বিশেষত খাবারদাবার কিংবা পোশাক।
