সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টালিগঞ্জের মুর এভিনিউ বুদ্ধ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল ১৭তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারে এই ধর্মীয় অনুষ্ঠানে বহু ভক্তের ঢল নামে।
এই বছরের অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে বহু বৌদ্ধ সন্ন্যাসী যোগ দিয়েছিলেন। ভক্তরা শ্রদ্ধা ভরে ভিক্ষুদের হাতে ত্রি চীবর দান করেন। অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান উপলক্ষে এলাকায় এক শান্তি চীবর পরিক্রমা পদযাত্রারও আয়োজন করা হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারের পরিচালক অরুণজ্যোতি ভিক্ষু। তিনি বলেন, 'বর্তমান সময়ে গৌতম বুদ্ধের দেখানো শান্তি ও সহানুভূতির পথ অত্যন্ত প্রাসঙ্গিক। সেই পথেই আমাদের সকলকে এগিয়ে যেতে হবে।' এই দানোৎসবের মধ্য দিয়ে টালিগঞ্জ জুড়ে ছড়িয়ে পড়ে ধর্মীয় সৌহার্দ্য ও মানবতার বার্তা।
