shono
Advertisement
Mohini Ekadashi 2025

নারীরূপ ধারণ করেছিলেন বিষ্ণু, জীবনের সাধপূরণে মোহিনী একাদশীতে করুন এই কাজ

কথিত রয়েছে, এই দিনটিতে কয়েকটি নিয়ম পালন করলে মনোবাঞ্ছা পূরণ হয়।
Published By: Sayani SenPosted: 05:07 PM May 03, 2025Updated: 05:08 PM May 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর পাঁচটি একাদশীর থেকে মোহিনী একাদশীর কিছুটা আলাদা। হিন্দুশাস্ত্রে মোহিনী একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত। কারণ, এই দিনেই ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন। কথিত রয়েছে, এই দিনটিতে কয়েকটি নিয়ম পালন করলে মনোবাঞ্ছা পূরণ হয়।

Advertisement

আগামী ৭ মে, সকাল ১০টা ১৯ মিনিটে মোহিনী একাদশী তিথি পড়বে। পরেরদিন অর্থাৎ ৮ মে, দুপুর ১২টা ২৯ মিনিটে একাদশীর তিথি শেষ। বিশেষ এই তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত। এদিন মনোস্কামনা পূরণে অনেকেই লক্ষ্মী ও নারায়ণের পুজো করেন। তবে সেক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম মানতেই হবে। সেগুলি হল:

১. বিশেষ তিথিতে ভোরবেলা ঘুম থেকে উঠুন।
২. যত তাড়াতাড়ি সম্ভব স্নান সেরে শুদ্ধবস্ত্র পরে ফেলুন।
৩. পুজোর স্থান পরিষ্কার করে নিন।
৪. এবার চারপাশে গঙ্গাজল ছিটিয়ে লক্ষ্মী, নারায়ণ স্থাপন করুন।
৫. হলুদ রং শুভ। তাই পিঁড়িতে হলুদ রঙের কাপড় পেতে রাখুন লক্ষ্মী, নারায়ণকে।
৬. ঘিয়ের প্রদীপ জ্বালান। তা দিয়ে আরতি করুন।
৭. পুজোর প্রসাদ সকলকে ভাগ করে দিন। বিশেষত দুস্থদের প্রসাদ বিতরণ করুন।

মোহিনী তিথিতে এই নিয়মগুলি মেনে লক্ষ্মী নারায়ণ পুজো করলে সংসারে শ্রীবৃদ্ধি হয়। আর্থিক সমস্যা থাকলে তা-ও দূর হবে। মোক্ষ অর্জনের পথ প্রশস্ত হয়। তাই মোহিনী একাদশীতে এই নিয়মগুলি আপনাকে মানতেই হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত।
  • কারণ, এই দিনেই ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন।
  • কথিত রয়েছে, এই দিনটিতে কয়েকটি নিয়ম পালন করলে মনোবাঞ্ছা পূরণ হয়।
Advertisement