সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উমা পাড়ি দিয়েছেন কৈলাসে। এবার পালা লক্ষ্মী আরাধনায়। সংসারের শ্রীবৃদ্ধির আশায় বেশিরভাগ গৃহস্থ বাড়িতে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। আপনিও নিশ্চয়ই বাড়িতে লক্ষ্মীপুজো করবেন? তাহলে জেনে নিন পঞ্জিকা মতে লক্ষ্মীপুজোর দিনক্ষণ।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে,
* পূর্ণিমা তিথি শুরু ১৯ আশ্বিন, সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টা ১২ মিনিট ৪৩ সেকেন্ডে।
* পূর্ণিমা তিথি শেষ ২০ আশ্বিন, মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টা ৩১ মিনিট ২৭ সেকেন্ড।
বিশুদ্ধ সিদ্ধান্ত মতে,
* পূর্ণিমা তিথি শুরু ১৯ আশ্বিন, সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটে।
* পূর্ণিমা তিথি শেষ ২০ আশ্বিন, মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টা ১৮ মিনিট।
কোজাগরী লক্ষ্মীপুজোর দিন বাংলার প্রতিটি ঘর মুখরিত হয়ে ওঠে শঙ্খধ্বনিতে। কোজাগরী লক্ষ্মীপুজোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে কৃষি সমাজ। তার সঙ্গে জড়িয়ে রয়েছে আলপনা। এই পুজো হয় মূলত প্রতিমা, সরা, নবপত্রিকা কিংবা থোড়ের তৈরি নৌকোয়। লক্ষ্মীর সরাও হয় নানারকমের। অঞ্চলভেদে লক্ষ্মীর সরায় তিন, পাঁচ, সাতটি পুতুল আঁকা হয়। তাতে থাকে লক্ষ্মী, জয়া বিজয়া-সহ রাধা কৃষ্ণ, সপরিবার দুর্গা ইত্যাদি। ধূপ, দীপে সাজিয়ে বাড়ি বাড়ি চলে দেবী আরাধনা।
