shono
Advertisement

Breaking News

Raksha Bandhan 2025

ভাইয়ের মঙ্গলে রাখি কিনছেন? এগুলি মাথায় না রাখলে হতে পারে ঘোর সর্বনাশ

রাখি দেখতে ভালো লাগল বলে কিনে ফেলবেন না।
Published By: Sayani SenPosted: 05:58 PM Aug 03, 2025Updated: 05:58 PM Aug 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইয়ের মঙ্গল কামনায় রাখি পরান অনেকেই। সম্প্রীতির এই অনুষ্ঠানের তোড়জোড় নেহাত কম নয়। রাখি কেনা, উপহার কেনা, রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো - আরও কত কী! রাখি দেখতে ভালো লাগল বলে কিনে ফেলবেন না। রাখি কেনার ক্ষেত্রে এই কয়েকটি নিয়ম মানা প্রয়োজন। নইলে ভাইয়ের মঙ্গলের পরিবর্তে ঘোর সর্বনাশ হতে পারে।

Advertisement

* রাখি হাতে পরা থাকার সময় ভেঙে কিংবা ছিঁড়ে যাওয়া খুবই নেতিবাচকতার ইঙ্গিত। তাই তা যেন না হয় সেদিকে খেয়াল রাখুন।
* ভুলেও খুব বড় আকারের রাখি কিনবেন না। পরিবর্তে ছোট কিনুন। তাই ছিঁড়ে কিংবা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম।


* কালো রঙকে শুভ হিসাবে গণ্য করা হয় না। তাই রাখিতে যাতে কালো রং, কালো সুতো না থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখুন।
* প্রতি বছরই রাখি কেনা হয়। তবে ভুলেও গত বছরের পরে থাকা রাখি ভাইয়ের হাতে বাঁধবেন না। তাতে রাখির মতো সম্পর্কেও ধুলো জমতে পারে। খুব ছোট হলেও প্রতি বছর রাখি কিনুন। আর সেই রাখি ভেঙে দিন ভাইয়ের হাতে।
* ওম বা স্বস্তিক প্রতীকে রূপোর রাখি কিনতে পারেন। তাতে ভাইয়ের মঙ্গল হবে।

পঞ্জিকা মতে, এবছর রাখি বন্ধন পালিত হবে ৯ অগস্ট, শনিবার। শ্রাবণী পূর্ণিমা তিথিতেই প্রতিবছর রাখি বন্ধন উৎসব পালিত হয়ে থাকে। একারণে অনেকে শ্রাবণী পূর্ণিমাকে রাখি পূর্ণিমাও বলে থাকেন। আগামী ৮ আগস্ট দুপুর ২টো ১২ মিনিটে পড়ছে রাখি পূর্ণিমা তিথি। পূর্ণিমা চলবে ৯ আগস্ট দুপুর ১টা ২১ মিনিট পর্যন্ত।

তিথি অনুসারে ৯ আগস্ট শনিবার সকাল ৫টা ৪৭ মিনিট থেকে দুপুর ১টা ২৪ মিনিটের মধ্যে রাখি বন্ধনের শুভ মুহূর্ত রয়েছে। এই সময়ে বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে তাঁদের নীরোগ ও সুস্থ জীবন কামনা করবেন। রাখি বন্ধন কেবল একটি উৎসব নয়, বরং মানব সম্পর্কের আত্মিক গভীরতা, সুরক্ষা ও পারস্পরিক ভালোবাসার এক পবিত্র বন্ধন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাখি দেখতে ভালো লাগল বলে কিনে ফেলবেন না।
  • রাখি কেনার ক্ষেত্রে এই কয়েকটি নিয়ম মানা প্রয়োজন।
  • নইলে ভাইয়ের মঙ্গলের পরিবর্তে ঘোর সর্বনাশ হতে পারে।
Advertisement