সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যেক হিন্দুবাড়িতেই তুলসিতলা থাকে। বাড়ির ওই কোণটিকে পবিত্র স্থান হিসাবেই ধরা হয়। সকাল, সন্ধ্যা সেখানে ধূপদীপ দিয়ে সংসারের মঙ্গল কামনা করা হয়। তুলসিতলায় ধূপদীপ দেওয়ার রয়েছে কিছু নিয়মকানুন। সেসব না জেনে নিজের মনের মতো নিয়ম পালন করলে সংসারের অমঙ্গল হতে পারে। তাই জেনে নিন শাস্ত্রজ্ঞদের মত অনুযায়ী কোন আট ভুল করা উচিত নয়।
* হাত পরিষ্কার না করে তুলসি গাছে হাত দেবেন না। তুলসি গাছে অবশ্যই স্নান সেরে শুদ্ধবস্ত্রে হাত দিন। নইলে অমঙ্গল হতে পারে।
* পুজোর কাজ-সহ আরও নানা প্রয়োজনে লাগে তুলসি পাতা। বাড়িতে থাকা তুলসি গাছ থেকে পাতা নিতেই পারেন। তবে কোন সময় পাতা ছেঁড়া উচিত না জানা থাকলে হতে পারে বিপদ। শাস্ত্রজ্ঞদের মতে, সূর্যাস্তের পর সন্ধ্যা কিংবা রাতে তুলসি গাছে হাত দিতে নেই। তাই পরিবারে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
* ভুল করেও সন্ধ্যায় তুলসি গাছের গোড়ায় জল দেবেন না। সন্ধ্য়ায় তুলসি গাছে গোড়া ভিজে হেলে শারীরিক সমস্যা বাড়তে পারে। মানসিক শান্তিও নষ্ট হতে পারে।
* আবার তুলসি গাছে জল না দিয়ে অবহেলা করে ফেলে রাখাও উচিত নয়। তাতে গাছ শুকিয়ে যেতে পারে। আর শাস্ত্রজ্ঞদের মতে, গৃহস্থ বাড়িতে তুলসি গাছ শুকিয়ে যাওয়া মোটেও কাজের কথা নয়। তা নাকি অশুভ ইঙ্গিত বহন করে।
* শিবলিঙ্গের অভিষেকের সময় ভুলেও তুলসি পাতা দেবেন না। তাতে সংসারের ক্ষতি হয়। পারলে বেলপাতা দিন।
* অনেকেই বিশ্বাস করেন, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, পরিবারের কাছের কারও মৃত্যুর পরপরই তুলসি গাছে হাত দিতে নেই। কারণ, সে স্পর্শ নাকি মঙ্গলের চেয়ে অমঙ্গলই বেশি করে।
কীভাবে তুলসিতলায় পুজো দেওয়া উচিত:
* স্নান সেরে শুদ্ধবস্ত্রে তুলসিতলায় যান।
* সকালে তুলসিতলায় যাওয়ার সময় হাতে নিন ঘট ভর্তি জল এবং ধূপদীপ। আর সন্ধ্যায় সঙ্গে রাখুন শুধুই ধূপদীপ।
* সকালে গাছের গোড়ায় জল দিন। আর সন্ধ্যায় হলে তা দেওয়ার প্রয়োজন নেই।
* এবার তুলসিতলায় একটি প্রদীপ কিংবা মোমবাতি জ্বালিয়ে দিন।
* ধূপ জ্বালিয়ে সুযোগ থাকলে প্রদক্ষিণ করুন।
* এবার দু'চোখ বন্ধ করে হাতজোড় করে প্রণাম করুন।
এই নিয়মগুলি মেনে তুলসিতলায় নিত্যদিন ধূপদীপ জ্বালালে সংসারের অমঙ্গল কেটে উন্নতি হবে বলেই মত শাস্ত্রজ্ঞদের।
