shono
Advertisement
Falharini Kali Puja

ফলহারিণী কালীপুজোর আগে সেজে উঠছে তারাপীঠ, কোন রূপে সাজবেন দেবী?

কী ভোগ দেওয়া হবে দেবীকে?
Published By: Subhankar PatraPosted: 04:18 PM May 25, 2025Updated: 08:27 AM May 26, 2025

নন্দন দত্ত, তারাপীঠ: রাত পোহালেই ফলহারিণী কালীপুজো। সেজে উঠছে সতীপীঠ বীরভূমের তারাপীঠ। সোমবার রাত হলেই শুরু হবে বিশেষ পুজো। সেজে উঠবে মন্দির ও শশ্মান এলাকা। প্রচুর ভক্তের সমাগমে ভরে উঠবে মন্দির এলাকা তা বলাই বাহুল্য। আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে মন্দির কর্তৃপক্ষ। কখন পুজো শুরু, কী ভোগ দেওয়া হবে দেবীকে? পুজোর বিশেষ আয়োজন কী?

Advertisement

সোমবার অমাবস্যা শুরু হচ্ছে কাল ১১ টা বেজে ৭ মিনিট ১৯ সেকেন্ডে। যা ছাড়বে মঙ্গলবার ২৭ তারিখ মঙ্গলবার, সকাল ৮ টা ৪৪মিনিট ৫৯ সেকেন্ডে। অন্যদিকে, বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে, অমাবস্যা শুরু হবে ২৬ মে সোমবার দুপুর ১২টা ১৩ মিনিটে। যা ছেড়ে যাবে পরের দিন ২৭ তারিখ সকাল ৮টা ৩২ মিনিটে। সোমবার রাতভর পূজিত হবেন দেবী।

কোন রূপে সাজবেন দেবী: ফলহারিণী কালীপুজোয় দেবীকে মরশুমি ফল দিয়ে সাজানো হয়। ভক্তরা পাঁচটি বা ৯টি ফল দিয়ে পুজো দিয়ে থাকেন। রাতে মায়ের মুকুট থেকে গলার মালা সবটাই হয় ফলের।

মায়ের ভোগ:
জ্যৈষ্ঠ অমাবস্যার দিনে মা তারাকে দু'বার অন্নভোগ দেওয়া হয়। রাতের ভোগ, বিশেষ ভোগ। খিচুড়ি ও অনান্য ভোগের সঙ্গে ফল দেওয়া হবে। এছাড়াও ভক্তরা মাকে ফল দিয়ে পুজো দেন। 

মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছেন, কৌশিকী অমাবস্যার পর এই ফলহারিণী অমাবস্যাতে সবচেয়ে বেশি ভিড় হয় তারাপীঠে। সেই মতো প্রশাসন প্রস্তুত রয়েছে। মন্দির কর্তৃপক্ষও নিজস্ব নিরাপত্তা বাড়িয়েছে।ভক্তরা ভিড় জমাতে শুরু করেছেন। তাঁদের বিশ্বাস দেবীকে এদিন ফল দিয়ে পুজো করলে শুভফল পাওয়া যাবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাত পোহালেই ফলহারিণী কালিপুজো। সেজে উঠছে সতীপীঠ বীরভূমের তারাপীঠ।
  • সোমাবার রাত হলেও শুরু হবে বিশেষ পুজো। সেজে উঠবে মন্দির ও শশ্মান এলাকা।
  • প্রচুর ভক্তের সমাগমে ভরে উঠবে মন্দির এলাকা তা বলাই বাহুল্য। আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে মন্দির কর্তৃপক্ষ।
Advertisement