shono
Advertisement

মঙ্গলবার বছরের শেষ পূর্ণিমা, অর্থসুখ পেতে পুণ্যলগ্নে করুন এই কাজগুলি

কখন শুরু পূর্ণিমা তিথি? কতক্ষণই বা থাকবে! জেনে নিন বিস্তারিত।
Posted: 12:24 PM Dec 25, 2023Updated: 12:24 PM Dec 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই বছরের শেষ পূর্ণিমা। মঙ্গলবার পৌষ পূর্ণিমার শুভ লগ্ন। এই তিথিতে কী কী করলে সংসারে সুখ শান্তি বজায় থাকে? কোন কাজগুলির থেকে বিরত থাকা উচিত? চলুন জেনে নেওয়া যাক।

Advertisement

দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, আগামিকাল ২৬ ডিসেম্বর, মঙ্গলবার ভোর ৫.৪৭ মিনিটে পূর্ণিমা শুরু হচ্ছে। থাকবে বুধবার ২৭ ডিসেম্বর, সকাল ৬.০৩ মিনিট পর্যন্ত। সনাতনী মতে, একে শাকম্ভরী পূর্ণিমাও বলা হয়ে থাকে। এই তিথিতে ভগবান বিষ্ণুর প্রার্থনা করা হয়। হিন্দু ধর্মাবলম্বীরা সত্যনারায়ণ ব্রত পালন করে থাকেন। পাশাপাশি সূর্য ও চন্দ্রদেবের উপাসনাও করা হয়। এই পবিত্র দিনে গঙ্গা, যমুনা এবং শিপ্রার মতো নদীতে পুণ্যস্নান করেন অনেকেই।

[আরও পড়ুন: রামমন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত অমিতাভ থেকে অক্ষয়, তালিকা থেকে বাদ ৩ খান?]

এই তিথিতে গরিবদের জামা-কাপড় দান করা অত্যন্ত পুণ্যের বলে মনে করা হয়। পৌষ পূর্ণিমায় এই আচার পালনে জীবনে অর্থসুখ আসে। সেই সঙ্গে পরিবারে বিরাজ করে সুখ ও শান্তি। অন্তত এমনটাই বিশ্বাস করা হয়। এদিন কৃষ্ণমন্দিরে পুষ্যাভিষেক যাত্রারও আয়োজন করা হয়। পুরোহিতের পরামর্শ মেনে বাড়িতে সব আচার পালন করে সত্যনারায়ণ পুজোর আয়োজনও করতে পারেন। বাড়ি-ঘর অপরিচ্ছন্ন রাখবেন না।

[আরও পড়ুন: কুয়াশার চাদর, তাপমাত্রার ওঠানামা, ‘উষ্ণ’ বড়দিনের সাক্ষী বাংলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement