shono
Advertisement
Belur

বিবেক-স্মরণে আর্তসেবায় বিধানপল্লী, বেলুড়ে আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্য শিবির

Free Health Camp: ‘ডঃ নিখিল প্রসূন ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এই শিবিরে সকাল থেকেই স্থানীয় বাসিন্দাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
Published By: Buddhadeb HalderPosted: 01:59 PM Jan 12, 2026Updated: 02:58 PM Jan 12, 2026

স্বামী বিবেকানন্দের জন্মতিথি মানেই সেবার আদর্শে উদ্বুদ্ধ হওয়া। সেই আদর্শকে পাথেয় করেই শনিবার, ১১ই জানুয়ারি বেলুড় স্টেশন সংলগ্ন বিধানপল্লী এলাকায় বিনামূল্যে এক বিশাল স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। ‘ডঃ নিখিল প্রসূন ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এই শিবিরে সকাল থেকেই স্থানীয় বাসিন্দাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Advertisement

এ দিনের কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সমাজের প্রান্তিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া। শিবিরে আসা রোগীদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি চক্ষু পরীক্ষার ব্যবস্থাও ছিল। শুধু পরামর্শই নয়, চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও রোগীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশু থেকে বৃদ্ধ— প্রায় সব বয়সের মানুষই এই শিবিরের মাধ্যমে উপকৃত হয়েছেন।

রোগীদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসক

এই মহতী উদ্যোগের নেপথ্যে ছিলেন শহরের বিশিষ্ট নিউরোলজিস্ট তথা সমাজসেবী ডঃ নিখিল প্রসূন। রোগীদের শারীরিক পরীক্ষা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি তিনি এই শিবিরের সার্বিক তত্ত্বাবধানও করেন। তাঁর কথায়, “স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছিলেন ‘শিব জ্ঞানে জীব সেবা’। সেই পথ অনুসরণ করেই আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই ধরনের স্বাস্থ্য পরিষেবা মূলক কর্মসূচি কেবল একদিনের জন্য নয়, ভবিষ্যতেও আমরা নিয়মিত বিরতিতে চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছি।”

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে অত্যন্ত খুশি। এলাকাটি জনবহুল হওয়ায় সরকারি হাসপাতালের ওপর চাপ থাকে প্রবল। বিধানপল্লীর এক প্রবীণ বাসিন্দা বলেন, “ঘরের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিনামূল্যে ওষুধ পাওয়া আমাদের মতো সাধারণ মানুষের কাছে বড় পাওনা।” ডঃ নিখিল প্রসূনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট জনেরাও।

আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি আগামী দিনে বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মসূচি, যেমন রক্তদান শিবির ও দুঃস্থ ছাত্রছাত্রীদের সহায়তা প্রদানের মতো পরিকল্পনাও তাঁদের রয়েছে। সব মিলিয়ে বিবেকানন্দের জন্মজয়ন্তীতে বেলুড়ের এই কর্মসূচি এক অনন্য মানবিক নজির স্থাপন করল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement