shono
Advertisement
Magh Purnima 2025

জীবনে সুখসমৃদ্ধি চান? মাঘী পূর্ণিমায় এই কাজগুলি করতে ভুলবেন না

১৪৪ বছর মাঘী পূর্ণিমায় অতি বিরল যোগ রয়েছে।
Published By: Sayani SenPosted: 05:07 PM Feb 09, 2025Updated: 05:07 PM Feb 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১১ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার মাঘী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। চলবে চারদিন। ১৪৪ বছর মাঘী পূর্ণিমায় অতি বিরল যোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই দিন বিশেষ কয়েকটি কাজই ঘুরিয়ে দিতে পারে আপনার ভাগ্যের চাকা। নিজের জীবন সুখসমৃদ্ধিতে ভরিয়ে তুলতে চাইলে মাঘী পূর্ণিমায় এই কাজগুলি করতে ভুলবেন না।

Advertisement

১. মাঘী পূর্ণিমায় সকালে ঘুম থেকে উঠুন। যত তাড়াতাড়ি সম্ভব স্নান সেরে নিন। সূর্যকে জল অর্পণ করে স্তোত্র পাঠ করুন। লাল বস্ত্র পরুন।
২. মাঘী পূর্ণিমা তিথিতে অবশ্যই দানধ্যান করুন। মিছরি, চিনি এবং চাল দান করতে পারলে সুফল মিলবেই। মঙ্গল গ্রহের দোষ থাকলে ছোলার ডাল, তামার পাত্র দান করুন। বুধের দোষ থাকলে আমলকী দান করতে পারেন। বিয়ে নিয়ে কোনও জটিলতা থাকলে সরষে, জাফরান, ভুট্টাও দান করতে পারেন।

৩. মাঘী পূর্ণিমার দিনে অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালান। গাছের গোড়ায় দুধ ও জলের মিশ্রণ দিতে ভুলবেন না।
৪. সম্পদ ও সমৃদ্ধির জন্য মাঘী পূর্ণিমায় ভগবান বিষ্ণুর সহস্রনাম স্তোত্রপাঠ করতে পারেন।
৫. অর্থবৃদ্ধির জন্য ১১টি কড়িতে হলুদ মাখিয়ে লাল কাপড়ে মুড়ে বাড়িতে ঠাকুরের সিংহাসনে রেখে দিন। সকাল, সন্ধ্যা নিয়মিত পুজো করুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী ১১ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার মাঘী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। চলবে চারদিন।
  • ১৪৪ বছর মাঘী পূর্ণিমায় অতি বিরল যোগ রয়েছে।
  • বিশেষজ্ঞদের মতে, এই দিন বিশেষ কয়েকটি কাজই ঘুরিয়ে দিতে পারে আপনার ভাগ্যের চাকা।
Advertisement