সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) ‘সরকারি বেতন, বোনাস নেওয়ার’ মন্তব্য দাবানল গতিতে ভাইরাল নেটপাড়ায়। অন্তহীন কাটাছেঁড়া চলছে। যার জেরে সুদীপ্তা চক্রবর্তীও বন্ধু কাঞ্চনকে ‘ত্যাজ্য’ করার কথা ঘোষণা করে দিয়েছেন। শুধু তাই নয়, কাঞ্চনের মন্তব্যের জেরে সরকারি পুরস্কার ত্যাগ করেছেন সুদীপ্তা চক্রবর্তী। সরকারি সম্মান ছেড়েছেন চন্দন সেন ও বিপ্লব বন্দ্য়োপাধ্যায়ও। তবে সম্প্রতি এক ভিডিওবার্তায় গোটা ঘটনা নিয়ে কাঞ্চন ক্ষমাও চেয়েছেন। তাতেও কী চিঁড়ে ভিজেছে! নাহ, কাঞ্চনের মন্তব্য নিয়ে টলিপাড়ার একাংশ ক্ষোভে ফেটে পড়েছে। আর এবার কাঞ্চনকে নিয়ে মুখ খুললেন তাঁর প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখলেন, ''স্বার্থপর কিছু মানুষ বন্ধুর বেশে থাকে। ফ্রয়েড বলেছেন যে সব মানুষের বন্ধু বেশি বুদ্ধাঙ্ক (আইকিউ)ও কম। পরিচিতের সংখ্যা অনেক হতে পারে। ভাল লাগল দেখে মানুষের ফোকাস নষ্ট করা আর সহজ নয়। বিচার মিলবেই, এটাই আমাদের সাধারণ মানুষের মূলমন্ত্র।''
[আরও পড়ুন: প্রতিবাদে হাসি কেন? প্রশ্ন উঠতেই স্বস্তিকার পালটা, ‘পিরিয়ড হলে…’]
তারকা বিধায়ক সংবাদ মাধ্যমের কাছে জানালেন, “এই বিষয়ে আলাদা করে বলার কিছু নেই। সুদীপ্তার মনে হয়েছে, ওটা ওঁর ব্যক্তিগত মত। আমারও যা ব্যক্তিগত মতামত, আমি সেটাই বলেছি। চিকিৎসকরা যখন বেতন পাচ্ছেন, তখন মুমূর্ষু রোগীরা কেন পরিষেবা পাবেন না? আমি আন্দোলন (RG Kar Protest) করার কথা বলে যদি কাজ বন্ধ রাখি, প্রযোজক কি আমাকে টাকা দেবেন? পেশাদার শিল্পী হিসেবে তো আমাকে কাজটা চালিয়ে যেতেই হবে। শুধু এটুকুই বলতে চেয়েছিলাম।”
ঠিক কী বলেছিলেন কাঞ্চন মল্লিক, যার জন্যে এত বিতর্ক? তারকা বিধায়ক রবিবার কোন্নগর শহর ও নবগ্রাম মহিলা তৃণমূলের উদ্যোগে ধর্নামঞ্চে যোগ দিয়ে ধর্ষকদের ফাঁসি দাবি করে পরক্ষণেই আন্দোলনকারী ডাক্তারকারী কর্মবিরতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন, “অনেক সরকারি কর্মচারি কর্মবিরতিতে রয়েছেন। তারা সরকারের থেকে বেতন নিচ্ছেন তো নাকি? বোনাস নেবেন তো, না সেটা প্রত্যাহার করবেন?” পাশাপাশি আর জি কর কাণ্ডের তীব্র নিন্দাও করেন তিনি। তবে যাঁরা এই ইস্যুটিতে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন, তাঁদের উদ্দেশে কাঞ্চনের প্রশ্ন, “আসল উদ্দেশ্য কোনটি- দোষীর শাস্তি নাকি মুখ্যমন্ত্রীর পদত্যাগ?” ঘটনার (RG Kar Incident) তীব্র নিন্দা করে ধর্ষকের ফাঁসিও চেয়েছেন তারকা বিধায়ক।