shono
Advertisement

Breaking News

গিল, কোহলি বা রোহিত নন, ভারতকে জিততে হলে ভাল খেলতে হবে এই তারকাকে, বললেন পন্টিং

কার কথা বলছেন পন্টিং?
Posted: 04:34 PM Jun 03, 2023Updated: 05:37 PM Jun 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিলেতে অস্ট্রেলিয়ার ব্যাটিং মেরুদণ্ড ভাঙার জন্য ভারত তাকিয়ে কার দিকে?

Advertisement

৭ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। সেই ফাইনালে রোহিত শর্মার হাতের তাস মহম্মদ শামি (Mohammed Shami) এবং মহম্মদ সিরাজ। বিলেতের পিচে এই দুই বোলার পার্থক্য গড়ে দিতেই পারেন। কারণ উপমহাদেশের পিচের সঙ্গে লন্ডনের বাইশ গজের পার্থক্য রয়েছে। লন্ডনের আবহাওয়ায় বল সুইং করে, উইকেটের দুই পাশে বল মুভ করে। এরকম ধরনের পরিবেশে শামি ভযংকর হয়ে উঠতেই পারেন।

[আরও পড়ুন: এশিয়া কাপ ‘হাতছাড়া’য় ক্ষুব্ধ পাকিস্তান, খারিজ করল শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজের প্রস্তাব]

 

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়েরও (Ricky Ponting) ভোট পড়ছে শামির দিকেই। আইসিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন অজি তারকা বলেছেন, ভারতকে মেগা ফাইনাল জিততে হলে ভয়ংকর হয়ে উঠতে হবে শামিকে। আইসিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে পন্টিং বলেছেন, ”আমার মনে হয় ভারতকে ম্যাচ জিততে হলে নিজের খেলাকে অন্য এক উচ্চতায় নিয়ে যেতে হবে শামিকে। নতুন অথবা পুরনো বলে, ভারতের মাটিতে অথবা অস্ট্রেলিয়ায় শামি কতটা ভয়ংকর, তা জানে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরাও।”

নিউজিল্যান্ডের বিরুদ্ধে গতবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শামির সঙ্গে ছিলেন বুমরাহ এবং ইশান্ত শর্মা। এবার শামি পাচ্ছেন সিরাজকে।

আইপিএলে দুর্দান্ত খেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবেন শামি। মেগা টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন তিনি। ২৮ টি উইকেট পেয়ে পার্পল টুপি পান শামি। চলতি বছরে তিনটি টেস্ট ম্যাচ খেলেন তিনি। ন’টি উইকেট নেন তিনি। বিলেতের ফাইনালে সিমাররা সাহায্য পাবেন। অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে হলে বলকে কথা বলাতে হবে শামিকে। 

[আরও পড়ুন: ‘শচীন-কোহলির সঙ্গে তুলনা এখনই নয়’, গিলের পাশে দাঁড়িয়ে বলছেন মেন্টর কার্স্টেন]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement