সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয়যাত্রা অব্যাহত সুন্দরবন বেঙ্গল অটো এফসি'র। টানা চার ম্যাচ জিতে বেঙ্গল সুপার লিগের মগডালে পৌঁছে গেল মেহতাব হোসেনের সুন্দরবন। বুধবার দুরন্ত ফুটবল উপহার দিয়ে ২-০ গোলে তারা হারিয়েছে এফসি মেদিনীপুরকে।
মেহতাবের দল সুন্দরবন বেঙ্গল সুপার লিগে এখনও পর্যন্ত অপরাজিত। জেতাটা রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছে তারা। এদিন মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে প্রথম ১০ মিনিটের ঝড়ে কার্যত লন্ডভন্ড হয়ে যায় মেদিনীপুর। ৫ মিনিটের মধ্যেই মহম্মদ তৌফিকের গোলে এগিয়ে যায় সুন্দরবন। ৯ মিনিটে কোয়াসির গোলে ব্যবধান বাড়ায় তারা। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় মেদিনীপুর। তবে আঁটসাঁট ছিল সুন্দরবনের রক্ষণ। তাই অনেক চেষ্টাতেও গোলের দেখা পায়নি তারা। উল্লেখ্য যে, বর্ধমান ব্লাস্টার্সের বিরুদ্ধে ১-১ গোলে ড্র ছাড়া কোনও ম্যাচ থেকেই পয়েন্ট পায়নি তারা। অর্থাৎ চতুর্থ ম্যাচেও জয় অধরা রইল তাদের। চার ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে মেদিনীপুর। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তৌফিক।
চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল সুন্দরবন। সমান সংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে জেএইচআর রয়্যাল সিটি এফসি দ্বিতীয় স্থানে। চার ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে তৃতীয় নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি। চতুর্থ এবং পঞ্চমে যথাক্রমে নর্থ চব্বিশ পরগনা এবং হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স।
