shono
Advertisement

৩২ ইঞ্চির এলইডি টিভি মাত্র ৯,৯৯০ টাকায়, শুরু হচ্ছে ডেলিভারি!

৯,৯৯০ টাকা দামের এই টিভির ডেলিভারি শুরু হবে আগস্ট মাসের গোড়া থেকে৷ The post ৩২ ইঞ্চির এলইডি টিভি মাত্র ৯,৯৯০ টাকায়, শুরু হচ্ছে ডেলিভারি! appeared first on Sangbad Pratidin.
Posted: 11:33 PM Jul 07, 2016Updated: 06:03 PM Jul 07, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৫১ টাকায় স্মার্টফোনের স্বপ্ন দেখিয়েছিল ভারতীয় সংস্থা রিংগিং বেলস৷ অবশেষে সেই স্মার্টফোন গ্রাহকদের হাতে পৌঁছতে চলেছে৷ বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি ৩২ ইঞ্চির এলইডি টিভিও লঞ্চ করল নয়ডার এই সংস্থা৷ সাংবাদিক বৈঠকে সংস্থার পক্ষ থেকে জানানো হয় বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোনের পাশাপাশি, সস্তা এলইডি টিভিও মধ্যবিত্তর হাতের নাগালে পৌঁছে দেওয়া হবে৷
‘জো কহেতে হ্যায়, উও করতে হ্যায়’ স্লোগানের মধ্যে দিয়ে সংস্থা জানিয়ে দিচ্ছে সবচেয়ে সস্তা স্মার্টফোন এবং এলইডি টিভি নিয়ে যতই সন্দেহ থাকুক, সাধারণ মানুষের হাতে এই গ্যাজেট পৌঁছে যাবে খুব শীঘ্রই৷
ফ্রিডমের ৩২ ইঞ্চি এলইডি টিভির দাম ধার্য করা হয়েছে ১০,০০০ টাকারও কম৷ ৯,৯৯০ টাকা দামের এই টিভির ডেলিভারি শুরু হবে আগস্ট মাসের গোড়া থেকে৷
পাশাপাশি, জানা গিয়েছে ২৫১ টাকার পরিবর্তে স্মার্টফোনের দাম ৬৯৯ টাকা থেকে শুরু হচ্ছে৷
সংবাদিক বৈঠকে, সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এত সস্তায় গ্যাজেট মানুষের কাছে পৌঁছে দিতে ক্ষতির মুখ দেখেছে সংস্থা৷ তাই সরকারের কাছে ভরতুকি কম করার আবেদনও করা হয়েছে সংস্থার পক্ষ থেকে৷

Advertisement

The post ৩২ ইঞ্চির এলইডি টিভি মাত্র ৯,৯৯০ টাকায়, শুরু হচ্ছে ডেলিভারি! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement