সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৫১ টাকায় স্মার্টফোনের স্বপ্ন দেখিয়েছিল ভারতীয় সংস্থা রিংগিং বেলস৷ অবশেষে সেই স্মার্টফোন গ্রাহকদের হাতে পৌঁছতে চলেছে৷ বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি ৩২ ইঞ্চির এলইডি টিভিও লঞ্চ করল নয়ডার এই সংস্থা৷ সাংবাদিক বৈঠকে সংস্থার পক্ষ থেকে জানানো হয় বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোনের পাশাপাশি, সস্তা এলইডি টিভিও মধ্যবিত্তর হাতের নাগালে পৌঁছে দেওয়া হবে৷
‘জো কহেতে হ্যায়, উও করতে হ্যায়’ স্লোগানের মধ্যে দিয়ে সংস্থা জানিয়ে দিচ্ছে সবচেয়ে সস্তা স্মার্টফোন এবং এলইডি টিভি নিয়ে যতই সন্দেহ থাকুক, সাধারণ মানুষের হাতে এই গ্যাজেট পৌঁছে যাবে খুব শীঘ্রই৷
ফ্রিডমের ৩২ ইঞ্চি এলইডি টিভির দাম ধার্য করা হয়েছে ১০,০০০ টাকারও কম৷ ৯,৯৯০ টাকা দামের এই টিভির ডেলিভারি শুরু হবে আগস্ট মাসের গোড়া থেকে৷
পাশাপাশি, জানা গিয়েছে ২৫১ টাকার পরিবর্তে স্মার্টফোনের দাম ৬৯৯ টাকা থেকে শুরু হচ্ছে৷
সংবাদিক বৈঠকে, সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এত সস্তায় গ্যাজেট মানুষের কাছে পৌঁছে দিতে ক্ষতির মুখ দেখেছে সংস্থা৷ তাই সরকারের কাছে ভরতুকি কম করার আবেদনও করা হয়েছে সংস্থার পক্ষ থেকে৷
The post ৩২ ইঞ্চির এলইডি টিভি মাত্র ৯,৯৯০ টাকায়, শুরু হচ্ছে ডেলিভারি! appeared first on Sangbad Pratidin.