shono
Advertisement

Breaking News

১৮ বছর পর্যন্ত অঙ্ক বাধ্যতামূলক, ব্রিটেনের পড়ুয়াদের জন্য নয়া নিদান ঋষি সুনাকের

ব্রিটেনের আগামী নির্বাচনের পরেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে।
Posted: 10:46 AM Jan 04, 2023Updated: 10:46 AM Jan 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮ বছর বয়স পর্যন্ত অঙ্ক নিয়ে পড়তেই হবে- দেশের পড়ুয়াদের জন্য নয়া নির্দেশিকা আনতে চলেছেন ঋষি সুনাক (Rishi Sunak)। জানা গিয়েছে, অঙ্ক নিয়ে পড়াশোনা করতে অনীহা তৈরি হচ্ছে ব্রিটেনের পড়ুয়াদের মধ্যে। তার জেরে সামগ্রিক ভাবে ব্রিটিশ শিক্ষার মান কমে যাচ্ছে। তাই নির্দিষ্ট বয়স পর্যন্ত অঙ্ক বাধ্যতামূলক করতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কয়েকদিনের মধ্যেই সরকারি ভাবে এই ঘোষণা হবে বলেই জানা গিয়েছে।

Advertisement

ব্রিটেনের পরিসংখ্যান অনুযায়ী, ১৬ থেকে ১৯ বছর বয়সি পড়ুয়াদের মধ্যে অর্ধেকই অঙ্ক নিয়ে পড়াশোনা করেন না। সুনাকের মতে, বর্তমান পৃথিবী দাঁড়িয়ে রয়েছে সংখ্যাতত্ত্বের উপরে। আগামী দিনেও অঙ্ক ও সংখ্যাভিত্তিক পরিসংখ্যানের ভিত্তিতেই বিশ্বের যাবতীয় কাজ সম্পন্ন হবে। সেই জন্যই ভবিষ্যৎ প্রজন্মের অঙ্কে বেশি দক্ষতা থাকা প্রয়োজন। তাদেরকে সঠিক শিক্ষা দিয়ে গড়ে তোলাটাই দেশের প্রশাসনের অন্যতম প্রধান কর্তব্য। সেই কারণেই ১৮ বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলকভাবে অঙ্ক নিয়ে পড়াশোনার নির্দেশ দেওয়া হবে।

[আরও পড়ুন: ইউক্রেনের মিসাইল হানায় মৃত অন্তত ৮৯ রুশ সেনা, বিপর্যয়ের নেপথ্যে মোবাইল ফোন]

সুনাকের এহেন সিদ্ধান্তের নেপথ্যে বেশ কয়েকটি চিন্তার বিষয় রয়েছে। ব্রিটেনে সমীক্ষা করে দেখা গিয়েছে, ৮০ লক্ষ সাবালক ব্রিটেনবাসীর (Britain) অঙ্কের জ্ঞান প্রাথমিক স্কুলের পড়ুয়াদের সমান। কিছুদিন আগেই একটি মক টেস্টে বসেছিলেন ব্রিটিশ সাংসদরা। ফলাফলে দেখা যায়, অঙ্কে ফেল অর্ধেকের বেশি পরীক্ষার্থী! ইংরাজিতেও তথৈবচ অবস্থা। দেখা গিয়েছে ব্যাকরণ, বানান ও যতিচিহ্নেও গড়বড় করেছেন অধিকাংশ এমপি! সব মিলিয়ে, সার্বিক ভাবেই ব্রিটেনের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। তাই দেশের শিক্ষাকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে নয়া নিদান দিতে চলেছেন প্রধানমন্ত্রী।

জানা গিয়েছে, অন্যান্য বিষয়ের সঙ্গে মিলিয়ে মিশিয়ে পড়ুয়াদের অঙ্কের পাঠ দেওয়ার পরিকল্পনা করছে সুনাকের প্রশাসন। বর্তমান শিক্ষানীতি অনুযায়ী, ১৬ বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলকভাবে অঙ্ক পড়তে হয়। এ-লেভেল পাশ করলেই নিজের পছন্দ মতো বিষয় নিয়ে পড়াশোনা করা যায়। কিন্তু নতুন নিয়ম আনলে, এ-লেভেলের পরেও পাঠ্যক্রমে অঙ্ক থাকতেই হবে। তবে আগামী নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে না বলেই জানা গিয়েছে। সমীক্ষা বলছে, আগামী নির্বাচনে লেবার পার্টির কাছে পরাজিত হবে ঋষি সুনাকের কনজারভেটিভ। ফলে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে কিনা, তা নিয়ে প্রশ্ন থাকছে। 

[আরও পড়ুন: ধ্বংসের মুখে যোশিমঠ? পাঁচশোর বেশি বাড়িতে ফাটল ধরলেও নীরব সরকার! ক্ষুব্ধ এলাকাবাসী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement