shono
Advertisement

‘জাদেজা বলছে, আমাকে বল দাও, অশ্বিনেরও একই আবদার ‘, অদ্ভুত সমস্যার কথা বললেন রোহিত

খেলার শেষে এই অদ্ভুত সমস্যার কথা জানালেন রোহিত।
Posted: 08:49 PM Feb 11, 2023Updated: 09:05 PM Feb 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচ খুব সহজেই জিতে নিয়েছে ভারত। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মহম্মদ সামিদের দাপটে অস্ট্রেলিয়া মাত্র ৯১ রানেই শেষ হয়ে যায়। আর ম্যাচ জিতে ওঠের পরে ভারত অধিনায়ক রোহিত শর্মা এক অদ্ভুত সমস্যার কথা জানালেন। তিন স্পিনারকে নিয়ে মহাসমস্যায় পড়েছেন রোহিত।

Advertisement

কী সমস্যা রোহিতের? হিটম্যান বলেছেন, ”তিনজন স্পিনারকে সামলানো যে কী কঠিন ব্যাপার! ওরা একেকটা মাইলস্টোনের দিকে দৌড়চ্ছে। জাদেজা আমাকে বলছিল, মেরেকো বল দো, আর এক উইকেট পেলেই ২৫০ উইকেট হবে আমার। অশ্বিন চারটি উইকেট নিয়ে ফেলেছে। পাঁচ উইকেট নেওয়ার দিকে এগোচ্ছে অশ্বিন। ও বল করতে চাইছে। এই তিন জনকে সামলানোই আমার কাছে বড় চ্যালেঞ্জ। আমি ব্যক্তিগত মাইলস্টোনের ব্যাপারে বিশেষ কিছুই জানি না। তবে এরা এবিষয়ে ভালই জানে। এরা দারুণ দক্ষতা সম্পন্ন। সঠিকভাবে এদের ব্যবহার করাই আমার কাছে এখন বড় পরীক্ষা।” 

[আরও পড়ুন: অনুষ্টুপের লড়াকু ৮০, রনজি ফাইনালের আরও কাছে বাংলা]

 

অশ্বিন ও জাদেজা তাঁদের ব্যক্তিগত মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে। রোহিত আরও বলেন, ”বাঁ হাতিদের বিরুদ্ধে দারুণ বল করে অশ্বিন। অক্ষর আর জাদেজা আবার ডান হাতিদের বিরুদ্ধে স্বচ্ছন্দ। ফলে বুঝতেই পারছেন আমার কাজ কতটা কঠিন। কাকে কীভাবে প্রয়োগ করলে ফলাফল ভাল হয়, সেটা দেখাই আমার কাজ। আর এই কাজ আমার জন্য খুব কঠিন হতে চলেছে।” 

[আরও পড়ুন: ‘অস্ট্রেলিয়ার ক্ষতে লবন-লেবু ঘষে দিয়েছে ভারত’, স্মিথদের কটাক্ষ জাদেজার]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement