shono
Advertisement

Breaking News

Rooqma Ray

ফেক প্রোফাইলেই ফলোয়ার্স বেশি! সোশাল মিডিয়ার কাণ্ড দেখে হতাশ রুকমা

কী বললেন রুকমা?
Published By: Akash MisraPosted: 04:51 PM May 29, 2024Updated: 04:57 PM May 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় ফলোয়ার সংখ্য়া নিয়ে যখন টলিউডে আলোচনা তুঙ্গে। ঠিক তখনই সোশাল মিডিয়া ও তাঁর ফলোয়ার নিয়ে অন্যরকম অভিজ্ঞতার কথা জানালেন, টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রুকমা রায়। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে রুকমা দেখালেন তাঁর অরিজিনাল ফেসবুকের তুলনায়, ভুয়ো ফেসবুক প্রোফাইলের ফলোয়ার সংখ্যা বেশি! আর তা নিয়ে বেশ হতাশ রুকমা। ভিডিওর ক্যাপশনে অভিনেতা অনিন্দ্য সেনগুপ্তও  লিখেছেন, 'কোনটা আসল কোনটা নকল বুঝতে শিখুন !'

Advertisement

[আরও পড়ুন: মাত্র ৯৯ টাকায় রাজকুমার-জাহ্নবীর ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র টিকিট! কীভাবে?]

সম্প্রতি রুকমা রায় তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা গিয়েছে অভিনেত্রী সন্দীপ্তা সেনকেও। এই ভিডিওতে রুকমা বললেন, ''আমার আসল প্রোফাইলের ফলোয়ার মোটে ৪৭। আর ভুয়ো প্রোফাইলে ফলোয়ার সংখ্যা ১.৩ মিলিয়ান! সিটি গোল্ডের দিকে না গিয়ে, আসলটা সোনায় নজর দিন।'' এমনকী, সন্দীপ্তাও বললেন, ''নকল নয়, আসলটা চিনুন ও বুঝুন।''

‘দেশের মাটি’ ধারাবাহিকে অভিনেত্রী রুকমা রায়ের (Rukma Roy) মাম্পি চরিত্র মন কেড়েছিল দর্শকদের। অভিনেতা রাহুলের সঙ্গে জুটি বেধে ‘দেশের মাটি’র রাজা ও মাম্পি একেবারে সুপারহিট। তবে ধারাবাহিক শেষ। কিন্তু মাম্পি ওরফে রুকমার জনপ্রিয়তা কিন্তু এক ফোঁটাও কমেনি।

প্রসঙ্গত, বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ রুকমা রায়। ‘লালকুঠি’, ‘দেশের মাটি’ থেকে শুরু করে ‘খড়কুটো’, ‘কিরণমালা’ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দর্শকদের মন কেড়েছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মেও পা রেখেছেন। হইচই-এর ‘নষ্টনীড়’-এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

[আরও পড়ুন: বাংলায় ‘স্বামী’ গানের নয়া ভার্সান, নাচের নতুন কায়দা শেখাল পুষ্পা-শ্রীভল্লি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হইচই-এর ‘নষ্টনীড়’-এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।
  • বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ রুকমা রায়।
Advertisement