shono
Advertisement

Breaking News

২.৯ লক্ষ টাকা ঘুষ, সবই নতুন ২০০০ টাকার নোট

সদ্য বাজারে আসা এত নতুন নোট এল কোথা থেকে? প্রশ্ন গোয়েন্দাদের৷ The post ২.৯ লক্ষ টাকা ঘুষ, সবই নতুন ২০০০ টাকার নোট appeared first on Sangbad Pratidin.
Posted: 03:49 PM Nov 17, 2016Updated: 10:37 AM Nov 17, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন নোট এখনও পর্যাপ্ত পরিমাণে বাজারে আসেনি, আর তার মধ্যেই শুরু হয়ে গেল ঘুষের লেনদেন৷ তাও আবার খোদ প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাতে৷ ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়ে কান্দলা বন্দরের দুই আধিকারিককে৷ ২.৯ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে৷ সবই নতুন ২০০০ টাকার নোট৷

Advertisement

সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার পি শ্রীভিবাসু ও সাব ডিভিশনাল অফিসার কে কমতেকরের বিরুদ্ধে আগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল৷ এই কারণেই দু’জনের উপর নজর রেখেছিলেন গুজরাতের দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা৷ এরমধ্যেই এক ইলেক্ট্রিক্যাল ফার্মের কাছে কিছু বিল পাশ করানোর জন্য ৪.৪ লক্ষ টাকা ঘুষ চায় তারা৷ এক এজেন্টের মাধ্যমে এই সেটলমেন্ট হয়৷  অগ্রিম হিসেবে নভেম্বরের ১৫ তারিখ ২.৫ লক্ষ টাকা দেওয়া হয়৷ তখনই বমাল গ্রেফতার করা হয় দুই আধিকারিককে৷ অভিযুক্ত শ্রীভিবাসুর বাড়ি থেকে বাকি ৪০,০০০ টাকা উদ্ধার হয়৷ সবই নতুন ২০০০ টাকার নোট৷

সদ্য ব্যাঙ্কের মাধ্যমে ছাড়া হয়েছে ২০০০ টাকার নোট৷ সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কোনওক্রমে ৪,৫০০ হাজার টাকা অদলবদল করতে পারছেন৷ আর এটিএম থেকে টাকা তোলার সর্বোচ্চ সীমা প্রতিদিন ২,৫০০ টাকা৷ সেখানে এত পরিমাণে নতুন নোট এল কোথা থেকে? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা৷

The post ২.৯ লক্ষ টাকা ঘুষ, সবই নতুন ২০০০ টাকার নোট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement