shono
Advertisement

নিয়ন্ত্রণরেখায় ‘ভারতীয় বিমান’? বালাকোট হামলার স্মৃতি মনে পড়ায় ত্রস্ত পাকিস্তান

এ নিয়ে নেটদুনিয়ায় দিনভর শোরগোল। The post নিয়ন্ত্রণরেখায় ‘ভারতীয় বিমান’? বালাকোট হামলার স্মৃতি মনে পড়ায় ত্রস্ত পাকিস্তান appeared first on Sangbad Pratidin.
Posted: 02:25 PM Jun 10, 2020Updated: 02:33 PM Jun 10, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিশপ্ত রাত যেন। ফিরে এল বালাকোট হামলার স্মৃতি। মঙ্গলবার রাতে নিয়ন্ত্রণরেখা বরাবর করাচির আকাশসীমায় বিমানের আনাগোনা দেখে রীতিমত থরহরিকম্প দশা পাকিস্তানের। নেটদুনিয়ায় এ নিয়ে শুরু হয়ে গিয়েছে তুমুল শোরগোল। টুইটারে কেউ লিখছেন, ‘ভারতীয় বিমান’কে আকাশসীমা পেরিয়ে ঢুকতে দেখেছেন। সাংবাদিক মহলেও এ নিয়ে নানা আলোচনা চলছে। সবমিলিয়ে, বেশ ভয়ের আবহ পাকভূমে।

Advertisement

২৬ ফেব্রুয়ারি, ২০১৯। দিন দশেক আগে কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে হামলা চালিয়ে ভারতীয় সেনাদের প্রাণহানির বদলা নিতে পাক অধিকৃত কাশ্মীর ভূখণ্ডের বালাকোটে ঢুকে বিমান হামলা চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। ভোররাতের সেই অপারেশনে গুঁড়িয়ে গিয়েছিল সে দেশের বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি। সন্ত্রাসবাদে মদত দেওয়া পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার পাশাপাশি সেনাবাহিনীর এই সাফল্য দেশের ইতিহাসে উজ্জ্বল অক্ষরে লেখা হয়েছিল। সরাসরি স্বীকার না করলেও, ভারতীয় বায়ুসেনাদের ওই হামলা বুক কাঁপিয়ে দিয়েছিল ইমরান খানের।

[আরও পড়ুন: চিনের ‘আগ্রাসন’ সমর্থনযোগ্য নয়, এবার ‘বাণিজ্য যুদ্ধ’ নিয়ে বেজিংকে তোপ আমেরিকার]

ফের কি সেই অভিশপ্ত রাত নেমে এল পাকিস্তানের মাটিতে? মঙ্গলবার রাতে করাচির আকাশে নাকি ভারতীয় বিমান দেখেছেন স্থানীয় বাসিন্দারা। তাতেই তৈরি হয়েছে আতঙ্কে আবহ। করাচির এক বাসিন্দারই বক্তব্য, ”আমি বিমানবন্দরে কাছে যুদ্ধবিমান দেখেছি, ব্যাপারটা কী?” আরেক বাসিন্দা বলছেন, ”বেশ কয়েকটি বিমানকে করাচির দিকেই আসতে দেখলাম।” এক সাংবাদিক টুইটারে লিখেছেন, ”ভারত-পাক সীমান্তে ওপার থেকে বেশ তৎপরতা দেখা যাচ্ছে, প্রস্তুত আছি।”

আবার কোনও কোনও সাংবাদিকের মতে, গোটা ব্যাপারটাই স্রেফ চোখে ধুলো দেওয়া। দু দেশের আকাশসীমায় নজর রাখছে বায়ুসেনা। জনগণকে অভয়বাণী দিয়ে তাঁদের মত, ভারতীয় বায়ুসেনা এবার কোনওভাবেই আঘাত হানতে পারবে না। কারণ, সজাগ পাক সেনাবাহিনীও। তাই অযথা না ভেবে নিশ্চিন্তে থাকতে।

The post নিয়ন্ত্রণরেখায় ‘ভারতীয় বিমান’? বালাকোট হামলার স্মৃতি মনে পড়ায় ত্রস্ত পাকিস্তান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement