shono
Advertisement

Breaking News

বাজার করতে বেরিয়ে রাশিয়ার বিধ্বংসী মিসাইল হামলায় জর্জরিত ইউক্রেনবাসী, মৃত অন্তত ৭

ক্রাইমিয়া সেতুতে বিস্ফোরণ কাণ্ডে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Posted: 08:27 PM Oct 12, 2022Updated: 08:27 PM Oct 12, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রাইমিয়ার (Crimea) সঙ্গে রাশিয়ার (Russia) সংযোগকারী সেতুতে বিস্ফোরণ ঘটানোর অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার এই গ্রেপ্তারির পরেই ফের ইউক্রেনে মিসাইল হামলা চালায় রাশিয়া। দোনেৎস্ক অঞ্চলের একটি বাজারে আছড়ে পড়ে রুশ মিসাইল। ইতিমধ্যেই এই ঘটনায় সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, সোমবারও ইউক্রেনের (Ukraine) নানা অঞ্চলে ৭৫টি মিসাইল হামলা চালিয়েছিল রাশিয়া।

Advertisement

বুধবার রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে, ক্রাইমিয়ার সঙ্গে সংযোগকারী সেতুতে বিস্ফোরণ ঘটানোর অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে পাঁচজনই রুশ নাগরিক। বাকি তিনজনের মধ্যে ইউক্রেন ও আর্মেনিয়া-এই দুই দেশের নাগরিকরা রয়েছেন। প্রসঙ্গত, এই সেতুতে বিস্ফোরণ ঘটানোর নেপথ্যে প্রথম থেকেই ইউক্রেনকে দায়ী করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই জন্য ইউক্রেনের উপরে ভয়ানক প্রতিশোধ নেওয়ার কথাও শোনা গিয়েছে পুতিনের মুখে।

[আরও পড়ুন: বাড়ল সাজার মেয়াদ, মোট ২৬ বছরের জেল মায়ানমারের নেত্রী সু কি’র]

অন্যদিকে, বুধবারই দোনেৎস্ক অঞ্চলের একটি বাজারে মিসাইল হামলা চালায় রাশিয়া। প্রসঙ্গত, কিছুদিন আগেই গণভোটের মাধ্যমে এই অঞ্চলটি নিজেদের দখলে নেওয়ার কথা ঘোষণা করেছিলেন পুতিন। সেখানেই একটি বাজারে হামলা চালায় রাশিয়া। ইতিমধ্যেই সেখানে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর ভাবে আহত হয়েছেন আটজন। ওই অঞ্চলের প্রশাসনের তরফে সাধারণ মানুষকে বাড়ি থেকে বেরতে বারণ করা হয়েছে। মিসাইল হামলা ছাড়াও ইউক্রেনের নানা প্রান্তে গোলাবর্ষণ করছে রুশ সেনা।

প্রসঙ্গত, ইউক্রেন পরিস্থিতি নিয়ে সরব হয়েছে ভারতও। বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, ইউক্রেনের পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ভারত। যত তাড়াতাড়ি সম্ভব কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার কথাও বলা হয়েছে ভারতের বিদেশমন্ত্রকের তরফে। প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বরাবরই কথা বলে সমস্যা মেটানোর প্রস্তাব দিয়ে এসেছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি আরও বলেছেন, “আমরা মনে করি, শত্রুতা বাড়ালে কোনও পক্ষেরই লাভ হবে না। যত তাড়াতাড়ি সম্ভব এই আক্রমণ বন্ধ করে কূটনৈতিক আলোচনার পথ অবলম্বন করতে হবে। শান্তি ফেরানোর জন্য সমস্ত রকমের উদ্যোগে সমর্থন জানাবে ভারত।”

[আরও পড়ুন: ‘যুদ্ধবাজ, বর্ণবিদ্বেষী বাইডেনের দল’, তোপ দেগে দল ছাড়লেন প্রথম হিন্দু মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী তুলসী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement