shono
Advertisement

রাশিয়ার অস্ত্রভাণ্ডারে নতুন সংযোজন ‘শয়তান ২’, বিশ্বের সবচেয়ে ভয়ানক মিসাইল

ইতিমধ্যেই সামরিক বাহিনীতে মোতায়েন হয়েছে এই মিসাইল।
Posted: 07:16 PM Sep 02, 2023Updated: 07:16 PM Sep 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শত্রুদের রুখতে এবার শয়তানকে ব্যবহার করতে চলেছে রাশিয়া (Russia)। শুক্রবার সেদেশের তরফে জানানো হয়, এবার থেকে যুদ্ধের কাজে ব্যবহৃত হবে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন সারমাট ক্ষেপণাস্ত্র। এই ইন্টার কন্টিনেটাল ব্যালিস্টিক মিসাইলটিকে বিশ্বের অন্যতম ভয়ংকর অস্ত্র হিসাবে মনে করা হয়। সারমাট ক্ষেপণাস্ত্রকে ‘শয়তান ২’ (Satan 2) বলেও অভিহিত করেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত এই মিসাইল সম্পর্কে বলতে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) বলেছিলেন, রাশিয়ার শত্রুরা এবার দু’বার ভাববে। 

Advertisement

নতুন এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করার কথা ঘোষণা করেন রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রধান ইউরি বরিসভ। তিনি জানান, কৌশলগত অবস্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে এই শক্তিশালী মিসাইল। যে কোনও সময়ে আঘাত হানতে প্রস্তুত আছে সারমাট। প্রসঙ্গত, ২০১৮ সালে এই শক্তিশালী মিসাইল তৈরির কথা ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। 

[আরও পড়ুন: ‘আমি রূপান্তরকামী, বাবাকে জানিও না’, মাস্কের কন্যা বলেন কাকিমাকে!]

প্রায় ২০০টন ওজনের এই মিসাইলটি আমেরিকার মতো দূর দেশের যেকোন‌ও এলাকায় আঘাত করতে সক্ষম। এছাড়াও একসঙ্গে একাধিক পরমাণু অস্ত্র বহন করার ক্ষমতা রাখে এই শয়তান। তবে এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, চট করে কোন‌ও অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেমে ধরা পড়ে না। ফলে যে এলাকা‌ লক্ষ্য করে এই মিসাইলটি ছোঁড়া হবে, সেখানকার প্রতিরক্ষা ব্যবস্থা কিছু বুঝে ওঠার আগেই আঘাত হানবে রাশিয়ার শয়তান।

প্রসঙ্গত, সোভিয়েত ইউনিয়নের সময় থেকে শয়তান ক্ষেপণাস্ত্র ব্যবহার করত রাশিয়া। তবে দীর্ঘদিন ধরেই আরও উন্নত ও শক্তিশালী মিসাইল তৈরির লক্ষ্য ছিল তাদের। উল্লেখ্য, ন্যাটোর বিশেষজ্ঞরাই রুশ মিসাইলগুলির নাম রেখেছেন শয়তান।

[আরও পড়ুন: সুনাকের পর ফের রাষ্ট্রপ্রধান এক ভারতীয় বংশোদ্ভূত, শুভেচ্ছা মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement