সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির (Zelensky) ক্রিমিয়ার (Crimea) পেন্টহাউস দখল করে নিয়েছে রাশিয়া। ভারতীয় মুদ্রায় ৬ কোটিরও বেশি টাকা দামের ওই অ্যাপার্টমেন্ট বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে তা ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কাজেই লাগানো হবে। এমনই দাবি করেছে মস্কো।
ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিয়োনভ একটি ভিডিওয় এই দাবি করে জানিয়েছেন, ”যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম, রাশিয়ার শত্রুরা ক্রিমিয়ার থেকে কোনও লাভই করতে পারবে না।” তিনি জানিয়েছেন, জেলেনস্কির বাড়িটি নিলাম করবেন তাঁরা।
[আরও পড়ুন: নতুন করে ছড়িয়েছে হিংসা, শান্তি ফেরানোর লক্ষ্যে সোমবারই অগ্নিগর্ভ মণিপুরে শাহ!]
কেবল ওই সম্পত্তিই নয়, সব মিলিয়ে ইউক্রেনের ব্যবসায়ী ও জনপ্রিয় ব্যক্তিদের মোট ৫৭টি সম্পত্তির দখল নিয়েছে রাশিয়া। উল্লেখ্য, জেলেনস্কি ক্রিমিয়ায় তিনটি রুমের পেন্টহাউস অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। এটি ছিল তাঁর ছুটি কাটানোর জায়গা। ২০১৩ সালে এটি কিনেছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এর ভারতীয় মুদ্রায় মূল্য ৬ কোটি ৬১ লক্ষ ৬৯ হাজার ১২০ টাকা।
প্রসঙ্গত, কিছুদিন আগে পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর বাখমুট দখল করেছে রাশিয়া। গত দশ মাস ধরে ৭০ হাজার নাগরিকের এই শহরের দখল নিতে লড়াই চালিয়ে গিয়েছে রুশ সেনা। এর মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী ও দীর্ঘ সংঘর্ষের সাক্ষী লবণ-খনির শহর বাখমুট। অবশেষে তা দখলের দাবি করেছে রাশিয়া।