shono
Advertisement

Breaking News

অত্যাধুনিক রুশ কায়দায় এবার যুদ্ধকৌশল শিখবে পাক সেনা

চাপে নয়াদিল্লি! The post অত্যাধুনিক রুশ কায়দায় এবার যুদ্ধকৌশল শিখবে পাক সেনা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:06 PM Aug 10, 2018Updated: 05:39 PM Aug 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও চাপ বাড়ল ভারতের! এবার রুশ সেনাদের কায়দায় প্রশিক্ষণ করতে পারবে পাক সেনা৷ সেখানকার মিলিটারি ট্রেনিং স্কুলেই হবে প্রশিক্ষণ৷ রাশিয়া সঙ্গে বৃহস্পতিবারই এই সংক্রান্ত একটি চুক্তি সই করে ফেলেছে রাওয়ালপিণ্ডি৷ যাতে অনেকটাই হতবাক হয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা৷ ভারতকে টপকে তার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে রাশিয়ার এই সখ্যতাকে মানতে পারছেন না অনেকেই৷ বিষয়টি যে ভারতের পক্ষে সুখকর নয় তাও মনে করিয়ে দিচ্ছেন তাঁরা৷

Advertisement

[অন্য ধর্মের মহিলার সঙ্গে করমর্দনে আপত্তি, চাকরি খোয়ালেন মুসলিম শিক্ষক]

বৃহস্পতিবার বৈঠকে বসেন রুশ-পাকিস্তান জয়েন্ট মিলিটারি কনসুলটেটিভ কমিটির সদস্যরা৷ রাওয়ালপিণ্ডিতে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার কর্নেল জেনারেল আলেকজান্ডার ফোমিন এবং পাক প্রতিরক্ষা সচিব জামিরুল হাসান শাহ৷ পরে পাক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল জাভেদ বাজওয়ার সঙ্গেও সাক্ষাৎ করেন রুশ ডেপুটি ডিফেন্স মিনিস্টার৷ জানা গিয়েছে, সেই বৈঠকেই দুই দেশের মধ্যে এই বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়৷ চুক্তির শর্তানুযায়ী, রুশ ফেডারেশন ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে পারবে পাক সেনা৷ রুশ সেনার সঙ্গেই শিখতে পারবে শত্রুদমনের সর্বাধুনিক কৌশল৷

[বাড়ির দরজায় যুবকের হস্তমৈথুন, নিষেধ না মানায় কী করলেন বৃদ্ধা?]

প্রসঙ্গত, ভারতের মতোই এতদিন পাকিস্তানকে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করত রাশিয়া এবং সেনা মহড়ায় অংশগ্রহণ করত দুই দেশ৷ তবে কয়েকদিন ধরেই পাকিস্তানের সঙ্গে সখ্যতা আরও বাড়াচ্ছে পুতিনের দেশ৷ সম্প্রতি, মস্কো থেকে রাওয়ালপিণ্ডির হাতে এসেছে চারটি Mi-35M যুদ্ধ হেলিকপ্টার ও কার্গো হেলিকপ্টার৷ এমনকি, যে উন্নত প্রযুক্তির সুখোই বিমান ভারতকে বিক্রি করেছে রাশিয়া৷ সেই সুখোই বিক্রির প্রস্তাবই পাকিস্তানকেও দিয়েছে তারা৷ যা মোটেই ভাল ভাবে নিচ্ছেন ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক৷ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, একদিকে ভারতের সঙ্গে পঞ্চম জেনারেশন যুদ্ধ বিমান (Fifth Generation Fighter Aircraft) নির্মাণের কথা চালাচ্ছে রাশিয়া৷ পাশাপাশি, হাত খুলে প্রতিরক্ষা ক্ষেত্রে সাহায্য করছে পাকিস্তানকে, দুটি কাজ একসঙ্গে চলতে পারে না৷ তাঁদের দাবি এই দ্বৈতনীতি থেকে সরে আসতে হবে মস্কোকে৷ তবে বিষয়টি যে ভারতের জন্য যথেষ্ট চাপের তাও এক কথায় স্বীকার করে নিচ্ছেন অনেকেই৷

The post অত্যাধুনিক রুশ কায়দায় এবার যুদ্ধকৌশল শিখবে পাক সেনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement