shono
Advertisement

সংগীতের জগতে চমক আনছেন সলমন খান

আগামীদের বলিউডে অভিষেক ঘটানোর সুবর্ণ সুযোগ করে দিচ্ছেন সলমন৷ The post সংগীতের জগতে চমক আনছেন সলমন খান appeared first on Sangbad Pratidin.
Posted: 01:07 AM Jan 11, 2017Updated: 07:37 PM Jan 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয়ের পাশাপাশি গায়ক এবং প্রযোজকের ভূমিকায় ইতিমধ্যেই ধরা দিয়েছেন সলমন খান৷ এবার আরও একটি দিক প্রকাশ্যে আসতে চলেছে বলিউড সুপারস্টারের৷ খুব শিরগির নিজের মিউজিক কোম্পানি চালু করতে চলেছেন সল্লু মিঞা৷

Advertisement

গানের প্রতি তাঁর ভালবাসার প্রমাণ মিলেছে কিক, হিরোর মতো ছবিতে৷ নিজের গলায় গান গেয়ে ফ্যানদের মন জয় করেছেন এই সুপারস্টার৷ ‘ম্যায় হুঁ হিরো তেরা’, ‘হ্যাংওভার’-এর মতো গানগুলি সুপারহিট হয়েছে৷ শোনা যাচ্ছে, সলমনের আপকামিং ছবি ‘টিউবলাইট’-এর মিউজিক লঞ্চ দিয়েই কোম্পানির উদ্বোধন হবে৷ বাকি মিউজিক কোম্পানিগুলির থেকে বলি তারকার কোম্পানির কিন্তু এক জায়গায় বড়সড় পার্থক্য রয়েছে৷ জনপ্রিয় তারকা সংগীত শিল্পীরা গাইবেনই, উঠতি গায়ক-গায়িকাদেরও প্লে-ব্যাকের সুযোগ করে দেবে এই কোম্পানি৷ কীভাবে? শুধু প্রতিভা থাকলেই হবে৷ তা খুঁজে বের করার ব্যবস্থা করবে কোম্পানি নিজেই৷ অর্থাৎ আগামীদের বলিউডে অভিষেক ঘটানোর সুবর্ণ সুযোগ করে দিচ্ছেন সলমন৷

‘এক থা টাইগার’ এবং ‘বজরঙ্গি ভাইজান’-এর পর টিউবলাইট ছবিতে পরিচালক কবীর খানের সঙ্গে তৃতীয়বার জুটি বাঁধছেন সলমন৷ ২০১৭-র ইদে মুক্তি পাবে ছবিটি৷ যাতে এক ঝলক দেখা মিলবে বলিউড বাদশা শাহরুখেরও৷ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে টিউবলাইট-এর পোস্টার৷ সলমনের ছবির মতোই তার ছবির গানগুলিও সুপারহিট বরাবরই হয়৷ ব্র্যান্ড নিউ মিউজিক কোম্পানিও হিট গান দিয়ে সফর শুরু করতে প্রস্তুত৷

(‘বেওয়াচ’-এর নয়া ট্রেলারে নজর কাড়লেন খলনায়িকা প্রিয়াঙ্কা)

(ব্যবসার রেকর্ডে নয়া ইতিহাস গড়ল আমিরের ‘দঙ্গল’)

The post সংগীতের জগতে চমক আনছেন সলমন খান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement