সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাসের পাতায় আগেই নাম লিখিয়েছেন সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি।
বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন (Indonesia Open 2023) খেতাব ঘরে তুলেছে ভারতীয় শাটলার জুটি। তার প্রতিফলন দেখা গেল এবার তাঁদের র্যাঙ্কিংয়েও। কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছলেন দুই ভারতীয়।
[আরও পড়ুন: বাড়ছে না নাম পাঠানোর চূড়ান্ত সময়সীমা, বিক্ষোভরত কুস্তিগিরদের এশিয়ান গেমসে খেলা নিয়ে সংশয়]
প্রথম ভারতীয় জুটি হিসেবে BWF (ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন) ১০০০ ইভেন্টে স্ট্রেট গেমে জেতার পরে বিশ্বক্রমতালিকায় তিন নম্বরে উঠে এলেন সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি।
চলতি বছর বেশ ভাল গিয়েছে সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির। দুটো ওয়ার্ল্ড ট্যুর, সুইস ওপেন জেতার পাশাপাশি ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন তাঁরা।
পুরুষদের সিঙ্গলসে কিদাম্বি শ্রীকান্ত তিন ধাপ উপরে উঠে টপ টোয়েন্টিতে ঢুকে পড়েছেন। ১৯ নম্বরে এখন কিদাম্বি শ্রীকান্ত। লক্ষ্য সেন রয়েছেন ১৮-য়। ভারতীয়দের মধ্যে প্রণয়ের র্যাঙ্কিং সব চেয়ে ভাল। তিনি রয়েছেন ন’ নম্বরে।
মহিলাদের বিভাগে পিভি সিন্ধু ১২ নম্বরে। সাইনা নেহওয়াল অনেকটাই পিছিয়ে তাঁর থেকে। ক্রমতালিকায় সাইনা এখন ৩১ নম্বরে।