shono
Advertisement

অরিন্দম শীলের ‘মায়াকুমারী’ টিমে নয়া সংযোজন সৌরসেনী মৈত্র

শুটিং শুরু ডিসেম্বরে। The post অরিন্দম শীলের ‘মায়াকুমারী’ টিমে নয়া সংযোজন সৌরসেনী মৈত্র appeared first on Sangbad Pratidin.
Posted: 03:55 PM Dec 05, 2019Updated: 03:56 PM Dec 05, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বাংলা ছবির শতবর্ষ পূর্তি উপলক্ষে অরিন্দম শীল তৈরি করছেন ‘মায়াকুমারী’। চারের দশকের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ছবি। মুখ্য চরিত্রে তিন ডাকসাইটে টলিতারকা। ঋতুপর্ণা সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায় এবং রজতাভ দত্ত। পরিচালকের সেই ‘ম্যাগনাম অপাস’ টিমেই নবসংযোজন টলিউডের দুই নতুন প্রজন্মের তারকা- সৌরসেনী মৈত্র এবং অর্ণ মুখোপাধ্যায়।

Advertisement

সালটা ১৯১৯। ঠিক নভেম্বর মাসেই মুক্তি পেয়েছিল প্রথম বাংলা ছবি ‘বিল্বমঙ্গল’। আর এবছর নভেম্বরে বাংলা সিনেমা পা রেখেছে শতবর্ষে। যদিও সংলাপহীন নির্বাক যুগের সিনেমা, তবুও ‘বিল্বমঙ্গল’কেই প্রথম বাংলা ছবি হিসেবে গন্য করা হয়। সেই বর্ষ পূর্তি উপলক্ষেই অরিন্দম ঘোষণা করেছিলেন তাঁর নয়া ছবি ‘মায়াকুমারী’র। শত বর্ষ পেরিয়ে বাংলা সিনেমার ঐতিহ্যকে ফিরে দেখলেন পরিচালক অরিন্দম শীল। গত মাসেই পরিচয় করিয়েছেন তাঁর ‘মায়াকুমারী’র সঙ্গে। 

অরিন্দম  কি তাহলে বাংলা সিনেমার ১০০ বছরের ইতিহাস ফিরে দেখতে চলেছেন? পোস্টার প্রকাশ্যে আসার পর এমন প্রশ্নই কিন্তু অনেকে ছুঁড়েছেন। কিন্তু না। পরিচালকের প্রেক্ষাপট সেকালের। চারের দশকের। ‘মায়াকুমারী’ আসলে সে সময়কার একজন ডাকসাইটে সুন্দরী অভিনেত্রী। যার জীবনকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে অরিন্দমের ছবির গল্প। ‘মায়াকুমারী’র দাম্পত্যজীবন, তার জীবনে নতুন প্রেম, তৎকালীন সমাজের চোখে কেমন ছিলেন অভিনেত্রীরা? এসব প্লটের ভিত্তিতেই এগিয়েছে ‘মায়াকুমারী’র গল্প। মায়াকুমারীর স্বামী শীতল ভট্টাচার্য। অন্যদিকে, ডাকসাইটে এই অভিনেত্রী প্রেমে জড়িয়েছেন নায়ক-পরিচালক কানন কুমারের সঙ্গে। মায়াকুমারীর সঙ্গে স্বামী শীতলের সম্পর্কের জটিলতার সূত্রপাত সেখান থেকেই। মায়াকুমারীর চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত, তাঁর স্বামীর চরিত্রে থাকছেন রজতাভ দত্ত এবং আবীরকে দেখা যাবে কানন কুমারের চরিত্রে। সেই ‘মায়াকুমারী’কে নিয়ে এক নবীন পরিচালক সিনেমা বানাচ্ছেন। আর সেই পরিচালকের সিনেমা বানানোর গল্পই সিনেপর্দায় তুলে ধরবেন অরিন্দম শীল। সিনেমার মধ্যে সিনেমা, বিষয় খানিক ইন্টারেস্টিং!

[আরও পড়ুন: বনি-শ্রাবন্তীর ‘বিয়ে বিয়ে খেলা’! ব্যাপারটা কী?]

তা অরিন্দমের এই পিরিওডিক ছবিতে নতুন দুই সংযোজন সৌরসেনী মৈত্র এবং অর্ণ মুখোপাধ্যায়কে কোন চরিত্রে দেখা যাবে? সূত্রের খবর, সৌরসেনীকে দেখা যাবে সহকারী এক পরিচালকের ভূমিকায়। অন্যদিকে, অর্ণ থাকছেন এক কস্টিউম ডিজাইনারের চরিত্রে। যেহেতু পিরিওডিক ছবি, সেহেতু কস্টিউম খুব গুরুত্বপূর্ণ। চলতি ডিসেম্বরের মাঝামাঝি থেকেই শুরু হবে ছবির শুটিং।  

[আরও পড়ুন: ‘ইন্ডিয়ান আইডল’-এর নয়া বিচারক হিমেশ, #MeToo বিতর্কে সরলেন অনু মালিক]

 

The post অরিন্দম শীলের ‘মায়াকুমারী’ টিমে নয়া সংযোজন সৌরসেনী মৈত্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement