সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রেডিট কার্ড সম্পর্কে এখনও বহু মানুষের স্পষ্ট ধারণা নেই৷ আম জনতার মনে ক্রেডিট কার্ড নিয়ে বহু প্রশ্ন, জিজ্ঞাসা, ভয় লুকিয়ে থাকে৷ সেই সব ভীতি কাটিয়ে, একেবারে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষদের হাতে ক্রেডিট কার্ড পৌঁছে দিতে এক অভিনব উদ্যোগ নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই৷ এসবিআই বাজারে আনছে এক নয়া ক্রেডিট কার্ড, যার ঊর্ধ্বসীমা হবে ২৫ হাজার টাকা৷ অর্থাৎ, ওই কার্ড ব্যবহার করে ২৫ হাজার টাকা পর্যন্ত কেনাকাটা করা যাবে৷ পড়ে ব্যাঙ্ককে সেই টাকা মিটিয়ে দিলেই চলবে৷ এই কার্ড হাতে পেতে বেশি রোজগার, বেতনের দরকার নেই৷ দরকার নেই কারও সুপারিশ বা কার্ড মারফত লেনদেনের ইতিহাস৷
এসবিআই কার্ড অ্যান্ড পেমেন্ট সার্ভিসের চিফ এক্সিকিউটিভ অফিসার বিজয় জাসুজা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিছু না কিছু করে টাকা সঞ্চিত থাকে৷ তাঁদের কথা ভেবে স্বল্প উর্ধ্বসীমার কোনও ক্রেডিট কার্ড কেন বাজারে থাকবে না? মানুষের টাকা খরচ করতে অসুবিধা হয় না, কিন্তু অনেকের কাছেই ডেবিট বা ক্রেডিট কার্ড নেই৷ তাই আগামী ২-৩ মাসের মধ্যে দেশের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের জন্য নতুন ক্রেডিট কার্ড নিয়ে আসবে এসবিআই৷ প্রধানমন্ত্রী দেশজুড়ে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করার পর থেকে এখনও পর্যন্ত প্লাস্টিক কার্ডের ব্যবহার ২০-২৫ শতাংশ বেড়ে গিয়েছে বলেও জানিয়েছেন বিজয় জাসুজা৷ যাঁরা ক্যাশলেস লেনদেন করতে পারছেন না, মূলত তাঁদের জন্যই বাজারে আনা হচ্ছে এই নতুন কার্ড৷
নয়া ক্রেডিট কার্ড হাতে পাওয়াও খুব সহজ হবে বলে জানিয়েছেন তিনি৷ কার্ড প্রসেসিং-এর সময় যতটা সম্ভব কমিয়ে আনা হচ্ছে৷ পাশাপাশি, বড় বড় শপিং মল যেমন বিগ বাজার, প্যান্টালুনসেও এসবিআইয়ের কর্মীরা দাঁড়িয়ে থাকবেন ওই ক্রেডিট কার্ড গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার জন্য৷ এই ক্রেডিট কার্ড হাতে পেতে গ্রাহকদের অ্যাকাউন্টে অনেক টাকা থাকা বাধ্যতামূলক নয়৷ এমনকী, কারও আয় বেশি না হলেও তিনি এই কার্ড পেতে পারেন, জানিয়েছে এসবিআই৷ যাঁদের জনধন অ্যাকাউন্ট রয়েছে, তাঁরাও এই কার্ড হাতে পেতে পারেন৷ আবেদন করার ২-৩ দিনের মধ্যে গ্রাহকরা পেয়ে যাবেন ওই নতুন ক্রেডিট কার্ড৷ এতদিন দেশের ৮০ শতাংশ মানুষ নগদে লেনদেন করতেন, প্লাস্টিক কার্ড ব্যবহার করতেন মাত্র ২০ শতাংশ মানুষ৷ প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের পর সেই ছবিটা উল্টে যাবে বলে মনে করছেন বিজয় জাসুজা৷
The post ২৫ হাজার টাকা লিমিটের ক্রেডিট কার্ড আনছে SBI appeared first on Sangbad Pratidin.