shono
Advertisement

সুপ্রিম কোর্টে সিবিআই-রাজ্য পুলিশ সংঘাত মামলা, পিছোল শুনানি

রাজ্যপালকে ফোন করে উষ্মাপ্রকাশ রাজনাথ সিংয়ের। The post সুপ্রিম কোর্টে সিবিআই-রাজ্য পুলিশ সংঘাত মামলা, পিছোল শুনানি appeared first on Sangbad Pratidin.
Posted: 11:02 AM Feb 04, 2019Updated: 11:42 AM Feb 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে আরও একদিন পিছিয়ে গেল সিবিআই-রাজ্য পুলিশ সংঘাতের মামলা৷ মঙ্গলবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের ডিভিশন বেঞ্চে ফের হবে এই মামলার শুনানি৷ সোমবার শীর্ষ আদালত খুলতেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আইনজীবী অভিযোগ করেন, রাজ্য প্রশাসন বেআইনি অর্থলগ্নি সংস্থার সংক্রান্ত মামলার তদন্তে সহযোগিতা করছে না৷ নথিপত্র নষ্ট করে দিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমার৷ বারবার তাঁকে সমন পাঠানো হলেও তিনি সিবিআইয়ের কাছে হাজিরা দেননি৷ তাঁর হাজিরার জন্য অপেক্ষা করেই রবিবার সিবিআই আধিকারিকরা তাঁর বাড়িতে যান।

Advertisement

[কীর্তি তিন পর্যটকের! হাম্পির স্তম্ভে ভাঙচুরের তদন্ত শুরু ]

শীর্ষ আদালত সূত্রে খবর, সোমবার সিবিআইয়ের আইনজীবীর বক্তব্য শোনে প্রধান বিচারপতির বেঞ্চ৷ তা শুনে প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বক্তব্য, সিবিআই রাজীব কুমারের বিরুদ্ধে তথ্য নষ্টের যে অভিযোগ এনেছে , শীর্ষ আদালতের কাছে সেই প্রমাণ পেশ করুক। প্রমাণ যথাযোগ্য হলে, পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ এমন ব্যবস্থা নেওয়া হবে যে, সিপিকে এর জন্য অনুতপ্ত থাকতে হবে৷ এরপর বিচারপতি রঞ্জন গগৈ জানিয়ে দেন, মঙ্গলবার থেকে শুরু হবে এই মামলার শুনানি৷ শীর্ষ আদালতের এই নির্দেশ পেয়ে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে সিবিআইয়ের অন্দরে। সমস্ত নথি, প্রমাণ নিয়ে এদিনই দিল্লি যাওয়ার তোড়জোড় ডিএসপি পদমর্যাদা সম্পন্ন এক আধিকারিক দলের। এদিন রাজ্যের তরফে শীর্ষ আদালতে উপস্থিত ছিলেন দুঁদে আইনজীবী তথা পশ্চিমবঙ্গের রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি৷ সূত্রের খবর, আগামিকালের শুনানিতে রাজ্যের হয়ে শীর্ষ আদালতে সওয়াল-জবাব করতে পারেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বলও৷

[ভোটের আগে ফের বড় ঘোষণার ইঙ্গিত, বাড়তে পারে কৃষকদের আর্থিক সহায়তা]

এ দিকে সুপ্রিম কোর্টের নির্দেশ শোনার পরেই তৎপরতা বেড়েছে রাজ্যের সিবিআই দপ্তরে৷ সমস্ত তথ্য-প্রমাণ নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছেন সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা৷ রবিবার থেকে শুরু হওয়া এই সিবিআই-রাজ্য পুলিশ সংঘাতে চরম উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ তিনি ফোন করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে। সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য পুলিশের এমন অসহযোগিতা, দুর্ব্যবহার নিয়ে রীতিমতো উষ্মাপ্রকাশ করেছেন তিনি। রাজভবন সূত্রে খবর, রাজ্যপালের কাছ থেকে সমস্ত ঘটনার বিবরণ শোনেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ এনিয়ে রিপোর্ট তলব করেছেন তিনি৷ রাজভবনের তরফ থেকে সেই রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানোর তৎপরতা চলছে৷ সূত্রের আরও খবর, রাজ্যপাল ইতিমধ্যেই মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে ডেকে পাঠিয়ে বিস্তারিত জানতে চেয়েছেন।

সিবিআই-রাজ্যের এই সংঘাতের আঁচ পৌঁছে গিয়েছে সংসদের উভয় কক্ষে৷ সোমবার রাজ্যসভা ও লোকসভা শুরু হতেই সিবিআই-রাজ্য পুলিশ সংঘাত ইস্যুতে হইহট্টগোল শুরু করেন তৃণমূল সাংসদরা৷ লোকসভা মুলতুবি করা হয়েছে দুপুর ১২টা পর্যন্ত৷ রাজ্যসভা মুলতুবি দুপুর ২টো পর্যন্ত৷

The post সুপ্রিম কোর্টে সিবিআই-রাজ্য পুলিশ সংঘাত মামলা, পিছোল শুনানি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement