shono
Advertisement

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু, সাত জেলায় বন্ধ স্কুল-কলেজ

বিপর্যয় মোকাবিলা দলকে তৈরি থাকার নির্দেশ৷ The post মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু, সাত জেলায় বন্ধ স্কুল-কলেজ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:09 AM Nov 22, 2018Updated: 09:09 AM Nov 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় গাজার আতঙ্ক কাটতে না কাটতেই ফের দক্ষিণ ভারতের আকাশে দুর্যোগের মেঘ৷ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ঘূর্ণাবর্তের জেরে মুষলধারে বৃষ্টি চলছে চেন্নাইয়ে৷ লাগাতার ভারী বৃষ্টি চলতে থাকার কারণে তামিলনাড়ুর সাত জেলায় জারি সতর্কতা জারি করছে স্থানীয় প্রশাসন৷ সমস্ত স্কুল-কলেজ ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণার নির্দেশ দিয়েছে তামিল সরকার৷ বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির জেরে সপ্তাহের শুরুতেই পুরোপুরি বিপর্যস্ত জনজীবন৷ রাস্তায় জল জমে কার্যত স্তব্ধ চেন্নাইয়ের জনজীবন৷  

Advertisement

[চলন্ত বাসে মহিলার সামনে হস্তমৈথুন, মুখ ফিরিয়ে রইলেন সহযাত্রীরা]

রাতভর টানা বৃষ্টির জেরে পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়৷ আজ, বৃহস্পতিবার ছিল প্রথম ও দ্বিতীয় বর্ষের বিজ্ঞান ও বাণিজ্য শাখার পরীক্ষা৷ কিন্তু, রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাত চলতে থাকায় পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, দুর্যোগ মেটা না পর্যন্ত পরীক্ষা বাতিল রাখা হবে৷ বাতিল হওয়া পরীক্ষা ফের কবে নেওয়া হবে, তা জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে পড়ুয়াদের নির্দেশ দেওয়া হয়েছে৷

[এবার পিতৃ পরিচয় ছাড়াই মিলবে প্যান কার্ড]

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে আগামী দু’দিন একই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর৷ সপ্তাহ শেষে পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ অন্যদিকে, টানা বৃষ্টির জেরে তামিলনাডুর সাত জেলায় বন্যার সতর্কতাও জারি হয়েছে৷ বেশ কিছু নিচু অংশে জল জমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ স্থানীয় প্রশাসনের আশঙ্কা, টানা দু’দিন মুষলধারে বৃষ্টি চললে পরিস্থিতি ভয়ংকর হতে পারে৷ সেই কারণে বাসিন্দাদের নিরাপদ স্থান বেছে নিতেও অনুরোধ করা হয়েছে৷ পরিস্থিতি মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা দলকে তৈরি থাকার নির্দেশ জারি হয়েছে৷

The post মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু, সাত জেলায় বন্ধ স্কুল-কলেজ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement