সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলে উষা, বুধে পা, যথা ইচ্ছা, তথা যা... খনার বচন সত্যিই করেই আগামিকাল, বুধবার মহাকাশে উড়ে যাবেন মহাকাশচারী শুভাংশু শুক্লা। অ্যাক্সিয়ম-৪ অভিযানের নতুন তারিখ, ২৫ জুন, ঘোষণা করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এর আগে সাতবার পিছিয়েছে এই মহাকাশযাত্রা।
স্পেসএক্স-এর তৈরি ড্রাগন মহাকাশযানে চেপেই আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে রওনা দেবেন শুভাংশু-সহ চার মহাকাশচারী। প্রথমে ঠিক ছিল ২৫ মে অভিযান শুরু হবে। কিন্তু তা পিছিয়ে ৮ জুন হয়। এরপর থেকে বারবার পিছিয়েছে যাত্রার তারিখ। শেষবার দিন ধার্য হয়েছিল ২২ জুন। তাও পিছিয়ে যায়। এবার ২৫ জুন রওনা দেওয়ার কথা।
প্রসঙ্গত, শেষবার মহাকাশযাত্রা পিছনোর কারণ হিসেবে নাসা জানিয়েছিল, সদ্যই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের এভেজদা সার্ভিস মডিউলে মেরামতি হয়েছে। আপাতত দেখা দরকার সবকিছু ঠিক চলছে কিনা। এবার সেই পরীক্ষা-নিরীক্ষা শেষে এই দিনক্ষণ ঘোষণা।
উল্লেখ্য, বেসরকারি সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাওয়ার জন্য তৈরি ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তাঁর সঙ্গী মহাশূন্যে দীর্ঘ সময় কাটানো বর্ষীয়ান নভোচর পেগি হুইটসন এবং পোল্যান্ড, হাঙ্গেরির দুই নভোচর। উদ্দেশ্য ছিল, ১৪ দিন তাঁরা আইএসএসে থাকবেন, বিভিন্ন পরীক্ষানিরীক্ষা চালাবেন। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে দলটি এই কাজ করবে। শুভাংশু ভারতের নিজস্ব স্পেস মিশন ‘গগনযান’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এই অভিযানের মাধ্যমে।
