shono
Advertisement

বিদায় বেলায় পৃথিবীর ছবি পাঠাল নাসার ওডিসাস, কেমন লাগছে ‘নীল গ্রহ’কে?

মিশন চলাকালীন, এক গুচ্ছ সমস‌্যার মুখে পড়তে হয়েছিল মুন ল‌্যান্ডারটিকে।
Posted: 04:10 PM Mar 04, 2024Updated: 04:10 PM Mar 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাঁদে রাত নামার আগেই ‘ঘুম পাড়িয়ে’ দেওয়া হয়েছিল তাকে। কারণ তার ‘মিশন’ শেষের পথে। তবু পাকাপাকিভাবে অভিযান সমাপ্ত হওয়ার আগে শেষ ছবি পাঠিয়ে দায়িত্ব পালন করল মার্কিন চন্দ্রযান ওডিসাস। আর সেই ছবিতে চাঁদের মাটি থেকে সুস্পষ্টভাবে দেখা গেল পৃথিবীকে। বা বলা ভালো, পৃথিবীর ছায়াকে। অর্ধচন্দ্রাকৃতি আকারে।

Advertisement

১৯৭২ সালের পর ওডিসাসই প্রথম মার্কিন ‘মুন ল‌্যান্ডার’ তথা চাঁদে অবতরণ করতে পারা মার্কিন মহাকাশযান। এর নির্মাণ করেছিল একটি বেসরকারি সংস্থা, ইনটুইটিভ মেশিনস। ‘মিশন’ শেষ হলে চাঁদে রাত নামার আগেই তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল নিয়ম মেনে। স্বাভাবিকভাবেই ১৪ দিন পর ফের সূর্যের আলো চন্দ্রপৃষ্ঠে পড়লেও ওডিসাসের জেগে ওঠার সম্ভাবনা ক্ষীণই। তা-ও আশা ছাড়তে নারাজ ইনটুইটিভ মেশিনস-এর সিইও, স্টিভ আলতেমাস। তাঁর ঘোষণা, চাঁদে সূর্য উঠলে (পড়ুন, সূর্যের আলো চাঁদের মাটিতে পড়লে) তিন সপ্তাহের মধ্যে আবারও ‘ওডিসাস’কে জাগিয়ে তোলার চেষ্টা করা হবে।

[আরও পড়ুন: ‘মোদিজি ক্ষমা করলেন না’, লোকসভায় টিকিট না পেয়ে অভিমানী সাধ্বী প্রজ্ঞা]

 

প্রসঙ্গত, এই অভিযানকে ইনটুইটিভ মেশিনস সংস্থা এবং নাসা, উভয় তরফেই ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করা হয়েছে। যদিও মিশন চলাকালীন, এক গুচ্ছ সমস‌্যার মুখে পড়তে হয়েছিল মুন ল‌্যান্ডারটিকে। সে সমস্ত অতিক্রম করে যে, শেষ পর্যন্ত অসাধারণ একটি ছবি পাঠিয়ে ওডিসাস তার ‘দায়িত্ব সারবে’, তা ছিল কল্পনাতীত। এক্স হ‌্যান্ডেলে সেই ছবি পোস্ট করে ইনটুইটিভ মেশিনস সংস্থার পক্ষ থেকে পোস্ট করা হয়েছে, ‘‘পাওয়ার অফ হওয়ার আগে ওডিসাস যথাযথ বিদায়ী বার্তা দিয়েছে। এই ছবিটি পাঠিয়েছে ২২ ফেব্রুয়ারি। ছবিতে মহাকাশযানটির পিছনে পৃথিবীর অর্ধচন্দ্রাকৃতি ছায়া পড়েছে, যা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই ছবি যেন আমাদের বোঝাতে চাইছে, এই বিশ্বব্রহ্মাণ্ডে মানবতার উপস্থিতিও রয়েছে। শুভরাত্রি ওডি, আমরা আশা করি, আবার তোমার বার্তা পাব।’’ অন‌্যদিকে নাসার কেনেডি স্পেস সেন্টারে সংবাদমাধ‌্যমকে স্টিভ বলেন,‘‘আমরা চেষ্টা করব, যদি ওডিকে জাগিয়ে তোলা যায়। তিন সপ্তাহের মধ্যে দেখা যাবে। চেষ্টা তো করা যেতেই পারে।’’

[আরও পড়ুন: গভীর রাতে বাইকের বেপরোয়া গতি, মহেশতলায় দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement