shono
Advertisement
Chinese Train

ঘণ্টায় ৭০০ কিমি! তাক লাগিয়ে বিশ্বরেকর্ড চিনের ট্রেনের

ভাইরাল ভিডিও দেখলে তাক লাগতে বাধ্য।
Published By: Biswadip DeyPosted: 02:12 PM Dec 27, 2025Updated: 02:12 PM Dec 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘণ্টায় ৭০০ কিমি গতিবেগ! তাক লাগাল চিনের ট্রেন। যদিও এই গতিবেগ ছিল মাত্র ২ সেকেন্ডের জন্য। কিন্তু ওই ক্ষণিক মুহূর্তেই ট্রেনটি এমন গতিতে ছুটল, যাকে দূর থেকে দেখলে বিশ্বাস করাই কঠিন। এর আগে এই ট্রেনটি ঘণ্টায় ৬৪৮ কিমি বেগ অর্জন করতে পেরেছিল। এবার তৈরি হল নয়া নজির।

Advertisement

চিনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজি এই নিয়ে পরীক্ষা চালাচ্ছিল। সেই সময় ওই চৌম্বক ট্রেনটিকে গবেষকরা ওই গতিতে ছোটাতে সক্ষম হন। এক টন তথা প্রায় ১ হাজার কেজির ট্রেনটিকে ৪০০ মিটারের এক বিশেষ ট্র্যাকে চালানো হয়েছিল। ওই বিদ্যুৎগতিতে ছোটার পর ট্রেনটি নিরাপদেই থামতে পেরেছে। আর এরপরই দেখা যায়, এত বেশি গতি নিশ্চিত ভাবেই এক বিশ্বরেকর্ড।

পরীক্ষার ভিডিওটিতে দেখা গিয়েছে ট্রেনটি একটি রুপোলি বিদ্যুতের ঝলকের মতো তীব্র গতিতে ছুটে যাচ্ছে। যা খালি চোখে অনুসরণ করা প্রায় অসম্ভব। চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেটি নেপথ্যে যেন এক পাতলা কুয়াশার মতো রেখা সৃষ্টি করে ফেলছে। দেখে মনে হয় যেন এটি কোনো সাই ফাই চলচ্চিত্রের একটি দৃশ্য।

কিন্তু কী করে এই গতি অর্জন করতে পারল ট্রেনটি? জানা যাচ্ছে, সুপারকন্ডাক্টিং চুম্বকের সাহায্যেই ট্র্যাকের উপর এমন নিমেষে ছুটে যায় ট্রেনটি। ফলে রেললাইন স্পর্শ না করেই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হয়। এর ত্বরণ এতটাই শক্তিশালী যে এটি একটি রকেট উৎক্ষেপণ করতেও সক্ষম। এই গতিতে, ম্যাগলেভ ট্রেনটি দীর্ঘ দূরত্বের শহরগুলোর একটি থেকে অন্যটিতে মাত্র কয়েক মিনিটের মধ্যে চলে যেতে পারবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘণ্টায় ৭০০ কিমি গতিবেগ! তাক লাগাল চিনের ট্রেন।
  • যদিও এই গতিবেগ ছিল মাত্র ২ সেকেন্ডের জন্য।
  • কিন্তু ওই ক্ষণিক মুহূর্তেই ট্রেনটি এমন গতিতে ছুটল, যাকে দূর থেকে দেখলে বিশ্বাস করাই কঠিন।
Advertisement