shono
Advertisement
Sunita Williams

আরও কাছাকাছি... মঙ্গলেই পৃথিবীতে পা সুনীতাদের! সুখবর শোনাল নাসা

'খুব তাড়াতাড়ি ফিরছি, আমাকে ছাড়া কোনও পরিকল্পনা কোরো না যেন', ফেরার আনন্দে বার্তা সুনীতার।
Published By: Sucheta SenguptaPosted: 04:04 PM Mar 17, 2025Updated: 04:10 PM Mar 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় এগোচ্ছে দ্রুত। মহাশূন্য থেকে আরও গতিতে পৃথিবীমুখী এলন মাস্কের সংস্থার ফ্যালকন নাইন রকেট। তাতে সওয়ার দুই নভোচর সুনীতা উইলিয়মস, বুচ উইলমোর। বহু অঙ্ক কষে নাসার তরফে জানানো হয়েছিল, বুধবার ভোর নাগাদ পৃথিবীর মাটিতে পা রাখতে চলেছেন তাঁরা। কিন্তু রবিবার রাতে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা এবং রকেট সংস্থা স্পেস এক্স বৈঠকের পর সেই সময় সামান্য এগিয়ে এনেছে। তাদের দাবি, মঙ্গলবার বিকেলেই তাঁদের নিয়ে ফ্লোরিডার উপকূলে নামতে পারে ফ্যালকন নাইন। সেই সময়টুকু যেন আর ধৈর্য রাখতে পারছেন না সুনীতা উইলিয়ামস! শরীর ভেঙেছে, মাধ্যাকর্ষণের আওতায় এসে হাত-পা এখনই ঠিকমতো কাজ করবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তা সত্ত্বেও পৃথিবীর আলো-হাওয়ায় শ্বাস নিতে পারার আনন্দে উৎফুল্ল তিনি। ধন্যবাদ জানিয়েছেন এলন মাস্ক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও।

Advertisement

গত ৯ মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 'বন্দি' ছিলেন দুই নভোচর সুনীতা উইলিয়মস, বুচ উইলমোর। রকেটের যান্ত্রিক ত্রুটিতে তাঁদের এই আটকে থাকা। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর ধনকুবের 'বন্ধু' এলন মাস্ককে তাঁদের উদ্ধারের জন্য অনুরোধ করেন ডোনাল্ড ট্রাম্প। সেই অনুরোধ মেনে মাস্ক নিজের সংস্থা স্পেস এক্সের রকেট ফ্যালকন নাইন পাঠান দুই নভোচরকে ফিরিয়ে আনতে। অভিযানের নাম দেওয়া হয় 'ক্রিউ ১০'। সেইমতো ভারতীয় সময় অনুযায়ী, শনিবার ভোরে রকেটটি রওনা দেয়। রবিবার পৌঁছয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। মার্কিন সময় অনুযায়ী, সোমবার বিকেলে সুনীতা, বুচ-সহ চার নভোচরকে নিয়ে ফিরতি যাত্রা শুরু করবে ফ্যালকন নাইন।

নাসার তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, ''আন্তর্জাতিক স্পেস স্টেশনের সমস্ত দায়িত্ব হস্তান্তর করার পর আবহাওয়ার পরিস্থিতি দেখে বুঝে ফেরার যাত্রা শুরু করবে। সব ঠিক থাকলে মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ (মার্কিন সময়) অনুযায়ী ফ্লোরিডা উপকূলে মাটি ছোঁবে সুনীতাদের রকেট।'' ভারতীয় সময় অনুযায়ী, তা বুধবার ভোররাত সাড়ে তিনটে। ইতিমধ্যেই সহকর্মীদের উদ্দেশে সুনীতা বার্তা দিয়ে বলেছেন, ''খুব তাড়াতাড়ি ফিরছি, আমাকে ছাড়া কোনও পরিকল্পনা কোরো না যেন।'' এত মাস পর মহাকাশ থেকে ফেরা নভোচারীদের নিয়ে আনন্দে মাততে প্রস্তুত নাসা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আরও কাছাকাছি...সময়ের আগেই পৃথিবীতে ফিরতে চলেছেন সুনীতা, বুচরা।
  • মার্কিন সময়ে মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে ফ্লোরিডা উপকূলে তাঁদের নিয়ে রকেট অবতরণ করার কথা।
Advertisement