shono
Advertisement

Breaking News

Tripura

৫৩ বছরে প্রথমবার! ত্রিপুরার চিড়িয়াখানায় ৩ শাবকের জন্ম দিল বাঘিনী

মা ও শাবকগুলির নিরাপত্তার স্বার্থে চিড়িয়াখানাজুড়ে প্রচুর সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 06:04 PM May 24, 2025Updated: 01:32 PM May 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫৩ বছরের ইতিহাসে প্রথমবার। ত্রিপুরা সিপাহিজলা চিড়িয়াখানা ও বন্যপ্রাণী অভয়ারণ্যে একসঙ্গে তিনটি শাবকের জন্ম দিল বাঘিনী। নতুন সদস্য আসতেই খুশির হাওয়া চিড়িয়াখানাজুড়ে।

Advertisement

ত্রিপুরা সিপাহিজলা চিড়িয়াখানা ও বন্যপ্রাণী অভয়ারণ্য সূত্রে জানা গিয়েছে, গতবছর পশ্চিমবঙ্গ থেকে একটি বাঘ ও বাঘিনীটিকে ত্রিপুরায় নিয়ে যাওয়া হয়। উদ্দেশ্য ছিল এই অভয়ারণ্যে বাঘের সংখ্যা বাড়ানো। সেই প্রকল্পে সফল হয়েছে কর্তৃপক্ষ। বাঘ দু'টিকে জঙ্গলে ছাড়ার পর থেকে কর্তৃপক্ষের কাছে চ্যালেঞ্জ ছিল, বাঘ দু'টি নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে কিনা। তারপরে আসছে তাঁদের মিলনের বিষয়। এবং সঙ্গী পছন্দ হওয়ার বিষয়টিও অন্যতম সমস্যা ছিল। সব সমস্যা কাটিয়ে কয়েক মাস আগে দেখা যায় বাঘিনী গর্ভবতী। কিছুদিন আগেই খুশির খবর আসে চিড়িয়াখানায়। জানা যায়, তিন নতুন সদস্য এসেছে অভয়ারণ্যে। নতুন সদস্যরে আগমনের পর চিড়িয়াখানাজুড়ে প্রচুর সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। বাঘিনী ও শাবকদের নিরাপত্তার খাতিরে ক্যামেরাগুলি বসানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার সিপাহীজলা চিড়িয়াখানা ও বন্যপ্রাণী অভয়ারণ্যে যান ত্রিপুরার বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী সামাজিক মানিক সাহা সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, 'দারুণ খবর। বনের ভবিষ্যৎ রাজা- রানিরা সিপাহিজালা বন্যপ্রাণী অভয়ারণ্যে এসে গিয়েছে। সিপাহিজালা বন্যপ্রাণী অভয়ারণ্যে একটি বাঘিনী তিনটি সুন্দর শাবকের জন্ম দিয়েছে। তাদের নিরাপদ জীবন কামনা করি।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৫৩ বছরের ইতিহাসে প্রথমবার।
  • ত্রিপুরা সিপাহীজলা চিড়িয়াখানা ও বন্যপ্রাণী অভয়ারণ্যে একসঙ্গে তিনটি শাবকের জন্ম দিল বাঘিনী।
  • নতুন সদস্য আসতেই খুশির হাওয়া চিড়িয়াখানাজুড়ে।
Advertisement