shono
Advertisement

Breaking News

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

কার ভয়ে এই সিদ্ধান্ত নওয়াজ প্রশাসনের? The post ইসলামাবাদে ১৪৪ ধারা জারি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:30 PM Oct 28, 2016Updated: 10:09 AM Oct 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’মাসের জন্য মিটিং, মিছিল বিলকুল বন্ধ পাক রাজধানী ইসলামাবাদে৷ বিক্ষোভ দেখানো তো দূর অস্ত এক সঙ্গে এক জায়গায় পাঁচজনের বেশি জড়ো হলেই রে রে করে তেড়ে আসবে পুলিশ৷ ঢুকিয়ে দেবে জেলে৷ একটি নির্দেশিকা জারি করে এই বার্তা দিয়েছে খোদ নওয়াজ শরিফের সরকার৷ রাজধানী ইসলামাবাদে আগামী দু’মাসের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন৷ তাই প্রকাশ্যে জনসমাবেশ, মিটিং, মিছিল, পদযাত্রা, শোভাযাত্রা, অস্ত্র প্রদর্শন কিংবা সরকারবিরোধী পোস্টার প্রদর্শন কিছুই করা যাবে না৷

Advertisement

আগামী ২ নভেম্বরই অর্থ তছরুপ মামলার জেরে শরিফের পদত্যাগ চেয়ে বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান৷ প্রাক্তন পাক ক্রিকেটার এবং তেহরিক-ই-ইনসাফ প্রধান ওইদিন ইসলামাবাদে বন্ধ পালন করার কথাও বলেন৷ পাকিস্তানের রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মূলত ইমরানকে আটকাতেই এই ঘোষণা৷ তবে পাক অধিকৃত কাশ্মীরে বাড়তে থাকা গণ্ডগোলের বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

আসলে ঘরে বাইরে বিপদে পড়েছেন নওয়াজ শরিফ৷ একদিকে জঙ্গিদমন নিয়ে ভারত আর আমেরিকার হুমকিতে পাকিস্তানের উপর তৈরি হচ্ছে আন্তর্জাতিক ও রাজনৈতিক চাপ৷ অন্যদিকে, পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারাও পাকিস্তানের শাসন মানতে নারাজ৷ শরিফের বিরুদ্ধে স্লোগান দিয়ে পাক সেনাদের বিরোধিতা শুরু করেছে তারা৷ গত শনিবারও পাক সেনাদের অত্যাচারের বিরুদ্ধে কালো দিন পালন করেছে তারা৷ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শাসনের বিরুদ্ধে স্লোগান দিয়ে পাকিস্তানের সেনা-পুলিশ হঠানোর দাবিতে নতুন করে বিক্ষোভে নেমেছেন তাঁরা৷ আর এতেই চাপে পড়েছে পাক সরকার৷ এদিন ইসলামাবাদের হাই কোর্ট একটি রায়ে জানিয়েছে, তৈহরিক-ই-ইনসাফের মিটিং শান্তিপূর্ণভাবে নির্দিষ্ট কোনও এলাকায় করতে হবে৷ ওইদিন কোনও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা চলবে না৷ ইমরানকে কোর্টে হাজিরা দিতে বলেন বিচারপতি সওকত আজিজ সিদ্দিকি৷

The post ইসলামাবাদে ১৪৪ ধারা জারি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement